শিশুর চক্ষু প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর চক্ষু প্রদাহ : ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পর কোন কোনও শিশুর চক্ষু-প্রদাহ ঘটিতে দেখা যায়। চক্ষু ফুলিয়া উঠে, লাল হয়, পূঁজ পড়ে, জুড়িয়া যায় এবং সময় সময় চক্ষুতে ক্ষত পর্য্যন্ত হইয়া থাকে। বেশী দিন এরুপ পূঁজস্রাব হইলে চক্ষু নষ্ট হইবার সম্ভাবনা থাকে, সুতরাং রোগের সুচনাতেই চিকিৎসা করা উচিত। আর্দ্র গৃহে বাস, ঠাণ্ডা বাতাস বা হিম লাগা, চক্ষে অধিক আলোক, ধোঁয়া বা ধুলা কিম্বা আঁতুর ঘরে অধিক সেঁক-তাপ প্রয়োগ বা পিতামাতার কোনরুপ ধাতুরোগ জনিত এই ব্যাধি জন্মিতে পারে। আর্জ্জে-নাই 3 শক্তি চক্ষু প্রদাহের একটি উৎকৃষ্ট ঔষধ। ঠাণ্ডা বা হিম কিম্বা বেশী আলো লাগিয়া চক্ষুপ্রদাহ হইলে এবং জ্বর, অস্থিরতা, অনিদ্রা, চোখ দিয়া অধিক জল নি:সরণ, অক্ষি গোলকের (তারা) রক্তিমা প্রভৃতি লক্ষণে অ্যাকোনাইট 3x প্রয়োজ্য। হাম-বসন্ত প্রভৃতির পর এই রোগ হইলে এপিস মেল 3 শক্তি, আঘাতজনিত চক্ষু-প্রদাহে- আর্ণিকা 3 প্রয়োজ্য।
চক্ষুর পাতা স্ফীত ও লালবর্ণ এবং সময় সময় রক্ত¯্রাব লক্ষণে – বেলেডোনা ৬ শক্তি। চক্ষুর পাতা স্ফীত ও উহার প্রান্তভাগে ফুস্কুড়ি এবং অধিক পরিমাণে পূঁজ-সঞ্চয় লক্ষণে – মার্ক সল ৬ শক্তি। আর্জ্জেন্টাম নাইট্রিকাম 3 ও ক্যাল্কেরিয়া কার্ব্ব 6 শক্তি সময় সময় প্রয়োজ হয়। কুসুম কুসুম গরম পানিতে একখণ্ড পরিস্কার পাতলা ন্যাকড়া ভিজাইয়া উহা বেশ করিয়া নিংড়াইয়া ধীরে ধীরে অত্যান্ত সাবধানতাসহ চক্ষু হইতে পূঁজ পিচুটি প্রভৃতি বাহির করিয়া ফেলা বিধেয়। চক্ষুর পাতা জুড়িয়া গেলে উহা যেন টানিয়া খোলা না হয়, কিছুক্ষণ চক্ষুর পাতার উপর অল্প অল্প জল দিলে তাহা আপনা হইতেই খুলিয়া যায়, জল খুব পরিস্কার হওয়া বিধেয়। চক্ষু পরিস্কৃত করিবার পর এক ফোঁটা আর্জ্জেন্ট নাইট্রিাম 2x – 3x তরল ক্রাম প্রত্যেক চক্ষুর মধ্যে ঢালিয়া দিলে অনেক সময় উপকার হয়।
পিতামাতার ধাতুদোষজনিত “ চক্ষু প্রদাহ” হইলে – ইথুজা 3০ শক্তি, মার্কিউসিয়াস সল 3, সালফার 3০, অরাম মিউর 2০০, অ্যাসিড নাইট্রিক 6-2০০ শক্তি প্রভৃতি প্রয়োজন হতে পারে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।