শিশুর কর্ণশূল ও কর্ণ প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর কর্ণশূল ও কর্ণ প্রদাহ : হিম বা বর্ষার আর্দ্র বায়ু কিম্বা শীতকালে ঠাণ্ডা বাতাস লাগিয়া, অথবা কোন চর্ম্মরোগ বিলুপ্ত হইয়া “ কর্ণশূল” বা “ কর্ণ প্রদাহ” উপস্থিত হয়। কর্ণমধ্যে জ্বালাবোধ ও দপদপানি, অসহ্য টাটানি, কর্ণের অভ্যন্তর ও বহিভাগের উষ্ণতা, স্ফীতি ও রক্তিমা এবং তৎসহ প্রায়ই জ্বর প্রভৃতি ইহার প্রধান লক্ষণ।
সাধারণত কর্ণশূলের কারণ ও লক্ষণ উল্লিখিতরুপ, পার্থক্য এই যে “ কর্ণ প্রদাহে” জ্বর ও দপদপে বেদনা থাকে পরন্ত “ কর্ণশূল” বিষম শূলবিদ্ধ বেদনা হয়। পালসেটিলা 3 শক্তি সেবন এবং পালসেটিলা Q কয়েক ফোঁটা কর্ণে প্রয়োগ উভয় রোগেই সমান ফলাফল পাওয়া যায়। শীতকালের শুস্ক শীতল বাতাস লাগিয়া রোগ হইলে – অ্যাকোনাইট 3X, আঘাত লাগিয়া হইলে –আর্ণিকা 3 শক্তি।
কর্ণের অভ্যন্তর ও বাহিভাগ প্রদাহিত হইয়া কানের ভিতর ঠাণ্ডা ও বাহিরে জ্বালা, গাল ও দাঁত পর্যান্ত ছিন্নকর বেদনা লক্ষণে মার্ক-ভাই 3X বিচুর্ণ প্রযোজ্য। গরম সেঁক উপকারী।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।