শিশুর ওষ্ঠব্রণ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর ওষ্ঠব্রণ : ইহা এক প্রকার দুষিত ব্রণ বিশেষ। প্রথমে ঠোঁটে একটি ছোট ফুস্কুড়ি জন্মিয়া ক্রমে উহা বড় ও কঠিন এবং তৎসহ জলন্য অঙ্গারস্পৃষ্টবৎ জ্বালাবোধ, জ্বর, অস্থিরতা, অনিদ্রা, প্রভৃতি উপসর্গ উপস্থিত হয়। এই ব্রণটি প্রায়ই পাকে না (অথাৎ কদাচিৎ পূঁজ জন্মে) ও সপ্তাহান্তে পচিতে আরম্ভ করে এবং সুচিকিৎসিত না হইলে রোগী দুর্ব্বল হইয়া অচিরাৎ মৃত্যুমুখে পতিত হয়।
চিকিৎসা – আম্ব্রাসিনাম 3০ শক্তি (হুলফুটানবৎ জ্বালা লক্ষণে), কিন্ত বেশী পূঁজ নি:সৃত হইলে-হিপার সালফার 6 শক্তি প্রযোজ্য। আর্সেনিক, ল্যাকেসিস, আর্ণিকা, সাইলিসিয়া, কার্ব্বো ভেজ, বেলেডোনা, ট্যারেন্টুলা প্রভৃতি সময় সময় প্রয়োজন হয়।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।