শিশুর ওলাউঠা বা পাতলা পায়খানা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর ওলাউঠা : সহসা পাতলা জলবৎ সজুজ বা হলদে (কখনও চটচটে কিম্বা রক্তমিশ্রিত অথবা অর্জীণ) ভেদ, দুগ্ধাদি বমন, অবসন্নতা, শরীর গরম, কিন্ত হাত পা ঠাণ্ডা প্রভৃতি শিশু-ওলাউঠার প্রধান লক্ষণ। ইহা অতি কঠিন পীড়া। ইথুজা 6 বা 3০ শক্তি ইহার একটি উৎকৃষ্ট ঔষধ।
প্রচুর দুর্গন্ধ ভেদ ও ভেরের বেলা রোগ বৃদ্ধি লক্ষণে – পডোফাইলাম 6 শক্তি। শরীর নীলবর্ণ, হিমাঙ্গ, মাথাচালা, খেঁচুনি বা তরকা, হিক্কা, হাত বা হাতের আঙ্গুল স্ব:ই নাড়িতে থাকা, অবসন্নতা, রক্তাল্পতাজনিত বিকার প্রভৃতি লক্ষণে – কেলি ব্রোমেটাম 3X বিচুর্ণ উপযোগী। অ্যাকোনাইট 3 শক্তি, ক্রোটন 3 শক্তি, ক্যামোমিরা 6 শক্তি, আর্সেনিক 3 শক্তি বা ক্যাল্কেরিয়া অ্যাসেটিকা 3 বিচুর্ণ, কার্ব্বো ভেজ 3০ শক্তি, ইপিকাক 6 শক্তি, ফস্ফো 6 শক্তি, চায়না 3 শক্তি, ভিরেট্রাম 6 শক্তি, কিউপ্রাম 6 শক্তি, কিউপ্রাম আর্স 3x, সিকেলি 6 শক্তি, সালফার 3০, রুবিনীর স্পিরিট ক্যাম্ফার প্রভৃতি সময় সময় আবশ্যক হইতে পারে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।