শিশুর একশিরা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর একশিরা : অণ্ডে (Testes) আবরক টিউনিকা ভেজাইনেলিসের দুইটি স্তরের মধ্যে জল-সঞ্চয়হেতু উহা বাড়িলে ও চকচকে দেখাইলে উহাকে একশিরা বা জলদোষ (Hydrocele) বলে কষ্টকার প্রসবে আঘাত হেতু বা ধাতুগতদোষজনিত এই রোগ হতে পারে। অন্ত্র-বৃদ্ধিসহ একশিরা বহুস্থলে বর্তমান থাকে।
আঘাত জনিত রোগে আর্নিকা 3 শক্তি। আর যদি জন্মগত পীড়ায় – ব্রাইয়োনিয়া 3 শক্তি, অন্ত্র-বদ্ধিসহ একশিরায় – ক্যাক্লেরিয়া কার্ব্ব 6 শক্তি। ধাতুযুক্ত রোগীর পক্ষে – ব্যাসিলিনাম 2০০ শক্তি বা আর্সনিক আয়োড 6 শক্তি। গণ্ডমালা ধাতুগ্রস্ত শিশুর পক্ষো – ক্যাল্কেরিয়া কার্ব্ব ৬, ক্যাক্লেরিয়া ফ্লয়োর, 12X চুর্ণ এবং সোরা (Posora) ধাতুগ্রস্ত শিশুর পক্ষে- সালফার 2০০ শক্তি ব্যাবস্থা। অ্যাব্রোটেনাম 6, হেলিবোরাস 6, স্পঞ্জিয়া, 6, হামামেলিস 6 সময় সময় প্রয়োজ হতে পারে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।