শিশুর অজীর্ণতা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর অজীর্ণতা : আহারের কিছু পরেই পেটের মধ্যে ঠাণ্ডা বোধ, পেট কামড়ানি, হুড় হুড় করিয়া পেট ডাকা, মোটেই হজম না হওয়া, মল কখনও খুব পাতলা, কখনও বা খুব কঠিন, আবার খুব ক্ষুধা ও পিপাসা, ক্রমবর্দ্ধমান শীর্ণতা, খুৎখুঁতে ও বিমর্ষ ও অজীর্ণ মলত্যাগ প্রভৃতি এই রোগের লক্ষণ।
গুরুপাক দ্রব্য আহার, অধিক পরিমাণে ঔষধ সেবন, আদ্র স্থানে বাস প্রভৃতি কারণে এই রোগ জন্মে। আর্সেনিক 6 শক্তি ও চায়না 6 শক্তি এই রোগের মহৌষধ। ওলিয়েণ্ডার 3 শক্তি, নাক্স ভমিকা 3০ শক্তি ও সালফার 3০ শক্তি, ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ শক্তি, ক্যামোমিলা 12 শক্তি, সিনা 3০ শক্তি প্রভৃতি ঔষধের সময় সময় প্রয়োজন হতে পারে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।