বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিশুদের পানা রোগ

আরোগ্য হোমিও হল / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৬:২১ অপরাহ্ন
শিশুদের পানা রোগ

শিশুদের পানা রোগ

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

এম ভট্রাচার্য্য

শিশুদের পানা রোগ : পানা (Ecxema) বহু শিশু এই চর্ম্মরোগে আক্রান্ত হইয়া থাকে। ইহা একপ্রকার চুলকনা বা “গরল” দেখিতে কতকটা পাঁচড়ার মত, তবে বিক্ষিপ্ত ভাবে না থাকিয়া অনেকগুলি ফুস্কুড়ি একত্র থাকে ততটা ছোঁয়াচে রোগ নায়। “সোরা” (psora) ধাতুগ্রাস্ত শিশুগণ এই রোগে সমধিক আক্রান্ত হইয়া থাকে। ইহা হইতে পূঁজস্রাব হইয়া কাপড়ে লাগিলে উহা শুস্ক হইবার পর কাপড় শক্ত বোধ হয়।

ঔষধ :  জলযুক্ত ফোস্কায় – মার্কিউরিয়াস 6 শক্তি ও রসহীন বা শুস্ক ফোস্কায় – লাইকোপোডিয়াম 12 শক্তি ফলপ্রদ। রাস-ভেন 3 শক্তি, ইহার উৎকৃষ্ট ঔষধ ইহার উৎকৃষ্ট ঔষধ, কখনও কখনও দুই-একদিন এই ঔষধ ব্যবহাওর জ্বরসহ পীড়ায় বৃদ্ধি হইতে পারে, তখন ঔষধ বন্ধ করিলে পামা ক্রমশ: সারিয়া আসিতে থাকে প্রয়োজন হলে ২০০ শক্তির একমাত্রা দেওয়া যাইতে পারে। অ্যালিউমিনা 6 শক্তি, ওলিয়্যাণ্ডার 6 শক্তি, ক্রোটন 6 শক্তি, অ্যান্টিম ক্রুড 6 শক্তি প্রভৃতি সময় সময় প্রয়োজন হয়। পীড়া পুরাতন হইলে গ্র্যাফাইটিস 3০ প্রয়োজ্য সময় সময় পেট্রোলিয়াম 3 শক্তি, মার্ক কর 6 শক্তি, হিপার সালফার 6, আর্সেনিক 6 প্রভৃতি প্রয়োজন হতে পারে। অলিভ অয়েল বাহ্যপ্রয়োগ উপকারী।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev