রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

শিশুদের পক্ষাঘাত

আরোগ্য হোমিও হল / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫:১১ পূর্বাহ্ন

শিশুদের পক্ষাঘাত
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুদের পক্ষাঘাত : বাংলায় বলা হয় পক্ষাঘাত বা ইংরাজীতে প্যারালিসিস (Paralysis) এটি একপ্রকার দৈহিক বিকার যাতে মাংশপেশী স্বাভাবিক কাজ কাজ করে না দুর্বল বা শিথিল আড়ষ্ঠ হয়ে থাকে। ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে পঙ্গগুত্ব হতে পারে। পক্ষাঘাত একটি দুটি পেশীতে হতে পারে, অনেক সময় আংশিক বা একাধিক অঙ্গে হরে পারে অথবা পুরো শরীরে হতে পারে। অনেক সময়ই পক্ষাঘাত স্বল্পস্থায়ী হতে পারে অথবা দীর্ঘমেয়াদী হতে পারে। পক্ষাঘাত অন্য রোগের উপসর্গ থেকে হতে পারে অথবা একাই একটি ভয়াবহ রোগ হিসাবে প্রকাশ পায়। দেখা গেছে পঞ্চাশ জনের মধ্যে একজনের অল্পবিস্তর পক্ষাঘাত আছে।

 

শিশুদের পক্ষাঘাত হইলে জ্বর বা আক্ষেপসহ সাধারণত: এই রোগ প্রকাশ পায়। পক্ষাঘাতাক্রান্ত স্থান ১৫/২০ দিনের মধ্যেই শুস্ক ও শীর্ণ হইয়া যায়। রোগাক্রান্ত স্থান আর বর্দ্ধিত হইতে পানে না, এমন কি অস্থি পর্য্যন্ত বক্র হইয়া যায়। এ ক্ষেত্রে সিকেলি ৩ শক্তি, অ্যাকোনাইট 3 শক্তি, বেলেডোনা 3 শক্তি, প্লাম্বাম 6 শক্তি, থুজা 3০ শক্তি, জেলস 3 শক্তি, সালফার 3০ শক্তি প্রভৃতি প্রধান ঔষধ।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev