সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

শারীরিক ও মানসিক লক্ষণ

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

শারীরিক ও মানসিক লক্ষণ

অধিকাংশ পীড়ার সঙ্গে কিছু-না-কিছু মানসিক লক্ষণ থাকে তবে সব সময় তা বোঝা যায় না। কিছু কিছু পীড়া-লক্ষণ আছে যেগুলির সঙ্গে মানসিক লক্ষণ পরোক্ষভাবে জড়িত। লক্ষণানুসারে ওষুধ সেবন করালে পীড়ার সঙ্গে মানসিক লক্ষণও দূরীভূত হবে।

  • সমস্যা : থেমে থেমে রক্ত নির্গত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্যাবাইনা ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ক্ষমতাহীনতা অথচ স্ত্রী সংসর্গের প্রবল ইচ্ছা।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে স্যালিক্স নায়গ্রা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : দু’ চোখ বন্ধ করলেই ঘাম হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে স্যাম্বুকাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : চিনিকে তেতো বোধ হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্যাঙ্গুনেরিয়া-ক্যানাডেনসিস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : আগে বা সময়ে নয়—প্রস্রাব শেষ হলেই মূত্ৰনলীতে জ্বালা। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সার্সাপ্যারিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

 

২৬

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : ভয়ানক খিদে, কিন্তু ২/১ গ্রাস খেলেই পেট পূর্ণ হয়ে ওঠে। সমাধান : এই সমস্যার সেবন করতে দিন সালফার ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : অণ্ডকোষ ফোলে, গরম ও শক্ত হয়।

সমাধান : এই সমস্যার সেবন করতে দিন ব্রোমিয়ম ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ভূত-প্রেত বা মৃত মানুষের স্বপ্ন দেখে। নিদ্রিত অবস্থায় শ্বাসবন্ধের উপক্রম হয় ও উঠে পড়ে।

সমাধান : এই সমস্যায় সেবন করাতে হবে এমন-কার্ব ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : ঘুমোতে ঘুমোতে চিৎকার করে ওঠে, থরথর করে কাঁপে, জ্ঞান থাকে না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালি-ব্রোম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : কুমারী স্ত্রীলোক কামোন্মাদিনী হয়।

সমাধান : এই সমস্যার সেবন করাতে হবে প্ল্যাটিনা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : উন্মত্ততা ও মানসিক বিকৃতি। স্ত্রীলোকদের সূতিকা-উন্মত্ততা। সমাধান : এই সমস্যায় সেবন করাতে হবে ক্যালি ফস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : রোগী মনে করে কেউ তাকে বিষ খাওয়াবে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে ক্যালি-ব্রোম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : লজ্জাশীলা রমণী—হঠাৎ মুখরা হয়, গালি দেয়, অশ্লীল কথা বলে, কামোন্মাদ অবস্থা প্রকাশ করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্ট্র্যামোনিয়াম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : স্ত্রীলোক কামোন্মাদিনী হয়, প্রবল সঙ্গম-ইচ্ছা।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে ক্যান্থারিস ৩০। প্রত্যহ প্রাতে

ও রাত্রে সেব্য ।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : শিশুর পেট মোটা ও শক্ত, পা সরু, বিলম্বে হাঁটতে শেখে, শরীর

অনুপাতে মাথাটা বড়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে সাইলিসিয়া ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।

  • সমস্যা ঃ একগুঁয়ে শিশু, সব সময় কাঁদে, তাকে কোনোভাবেই শান্ত করা যায় না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সাইলিসিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : শিশুর পেট ভরা থাকলেও খাবার জন্য হাঁ হাঁ করে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে স্ট্যাফিসেগ্রিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : শিশুর খিটখিটে মেজাজ, তার হাতে কোনো জিনিস দিলে সে তা ছুঁড়ে ফেলে দেয়।

সমাধান : এই সমস্যায় সেবন করতে দিন স্ট্যাফিসেগ্রিয়া ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রাত্রে বিছানায় শুলে ভয়ানক কাশির বৃদ্ধি, রোগী ঘুমাতে পারে না। প্রথমে কাশি শুষ্ক থাকে, পরে তা সরল হয়। রোগীর অস্থিরতা থাকে। সমাধান : এমন সমস্যায় সেবন করতে দিন স্টিকটা পালমোনারিস ৩০। প্রত্যহ ৩ বার, প্রাতে, দুপুরে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : রোগী পাগলের মতো প্রলাপ বকে, অস্থিরতা প্রকাশ করে। সমাধান : এই সমস্যায় সেবন করাতে হবে স্ট্যামোনিয়াম ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য ।
  • সমস্যা : আটা, ময়দা, আলু, কপি প্রভৃতি সহ্য হয় না—পেটে বায়ু জমে, পেট কামড়ায়।

সমাধান : এই সমস্যায় সেবন করতে দিন ম্যাগ্নেসিয়া-কার্ব ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : জিভ শুষ্ক, চোখের কোণে কালি পড়ে।

সমাধান : এই সমস্যায় সেবন করতে দিন ফেরম-প্রিক্রিক ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।.

 

28

মানাসক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : এক ঋতুকাল থেকে পরবর্তী ঋতুকাল পর্যন্ত অনবরত জলের মতো রক্ত নির্গত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিকেলি-কর ৬ বা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : অস্বাভাবিক ক্ষুধা, শরীর সব সময় জ্বালা করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিকেলি-কর ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : গা বরফের মতো ঠাণ্ডা, কিন্তু গায়ে একেবারেই আবরণ রাখতে পারে না।

সমাধান ঃ এই উপসর্গে সেবন করাতে হবে সিকেলি-কর ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

সমস্যা : সামান্য মাত্র শারীরিক ও মানসিক পরিশ্রম করলে দুর্বল হয়ে পড়ে। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সেলিনিয়ম ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ঋতুস্রাব আরম্ভ হলে কাশির উপশম, ঋতুস্রাব বন্ধ হলে কাশির বৃদ্ধি ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিনিসিও ৪। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : পেটে প্রসববেদনার মতো বেদনা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিপিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : শিশু প্রথম ঘুমেই বিছানায় প্রস্রাব করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিপিয়া ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : অত্যন্ত বিষণ্ণ, কথায় কথায় চোখে জল আসে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে সিপিয়া ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : ঋতুর সময় পায়ের হাড়ে কনকন করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিপিয়া ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

 

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : পেটের মধ্যে কোনো জীব নড়াচড়া করছে মনে করে।

২৭

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে থুজা ২০০। প্রত্যহ রাত্রে নেব্য। • সমস্যা : সকালে বিছানা থেকে উঠলেই মাথা ঘোরে। মানসিক চঞ্চলতা থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এমন-কার্ব ৬। প্রত্যহ ৩ বার- সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী কিছুই মনে রাখতে পারে না। অস্থির, ভীতু, নিজেকেও বিশ্বাস করতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া-সিলিকা ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : পীড়ার গতি ডানদিক থেকে বাঁদিকে।

সমাধান : এক্ষেত্রে গ্রাফাইটিস উপকারী। শক্তি ও মাত্রা পীড়ার তারতম্য অনুযায়ী।

  • সমস্যা : ঘন ঘন প্রস্রাবের বেগ, রাত্রে ৫।৭ বার উঠতে হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে চিমাফিলা ৪। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : হঠাৎ প্রস্রাবের বেগ, আসে—মুহূর্তকালও বেগ ধারণ করতে পারে

না।

সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে পেট্রোসেলিনিয়াম ৬। প্রত্যহ ২ বার সেব্য।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev