বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

ল্যাপপা আর্কটিয়াম-Lappa Arctium

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ অপরাহ্ন
ল্যাকটিকাম এসিডাম-Lacticum Acidum
হোমিও বই

ল্যাপপা আর্কটিয়াম (Lappa Arctium)

চলতি নাম – বার্ডক (Burdock)

ডা: ইউলিয়াম বরিক।

চর্মরোগের উৎকৃষ্ট ঔষধ। মস্তক, মুখমণ্ডল ও গ্রীবাদেশে পীড়কা, পুঁজবটী, বায়ঃব্রণ। চক্ষুপাতার কিনারায় অঞ্জনী ও ক্ষত। পুনঃপুনঃ প্রচুর মত্রত্যাগ। দলে দলে ফোঁড়া ও অঞ্জনী (এনথ্রাসিন)।

হস্ত-পাদাদি : হস্ত, জানু ও গুলফ সন্ধিতে বেদনা, উহা হাত ও পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত হয়। সকল সন্ধিতে বেদনা। দেহের নিন্মশাখায় উদ্ভেদ।

আরও পড়ুন – মা’জুন সোহাগশুঁঠ-Majoon Sohagsoonth জরায়ুর শক্তিবর্ধক

স্ত্রী-জননেন্দ্রিয় : জরায়ুর স্থানচ্যুতি। জরায়ুতে নিরতিশয় টানটান ও ছড়িয়া যাওয়ার মত বোধ, তৎসহ যোনিদ্বরের তন্ত্রসমুহ শিথিল হইয়া পড়ে, বস্তুতঃ বস্তিপ্রদেশের সব কিছুরই পৈশিক স্থিপকাত নষ্ট হইয়া যায়। এই লক্ষণগুলির বৃ্দ্ধি – দাঁড়াইলে চলিলে, হোঁচট খাইলে, অথবা অকস্মাৎ ঝাঁকি লাগিয়ে।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev