ল্যাথাইরাস (Lathyrus)
চলতি নাম – চিপ পি (Chicl Pea)
ডা: ইউলিয়াম বরিক ।
নাভিরজ্জুর সম্মুখবতী ও পাশ্বিক স্তন্তগুলিকে আক্রামন করে। বেদনা উৎপন্ন হয় না, প্রতিক্ষেপণ বর্ধিত হয়। নিন্মাঙ্গের পক্ষাঘাতিক রোগ। আক্ষেপ জন পক্ষাঘাত। মেরুমজ্জার ঘনীভূতত্ব। রেরিবেরি। (মস্তিস্ক রোগ হইতে) অঙ্গপ্রত্যঙ্গের অবিরাম বিক্ষেপ। শিশু পক্ষঘাত। ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য দুর্বল ও অবসাদকর রোগের পর, যে সকল ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা ও অবসাদ থাকিয়া যায়, এবং স্নায়ুশক্তি ধীরে ধীরে ফিরিয়া আসিতে থাকে, রোগী নিদ্রালু, অবিরত হাই উঠে।
মন : অবসন্ন রোগভয়ে ভীত। চক্ষু মুদিয়া উঠিয়া দাঁড়াইলে মাথা ঘোরে।
মুখগহ্বর : জিহ্বাগ্রে জ্বালাকর বেদনা, তৎসহ জিহ্বায় ঝিঁঝি ধরা ও ওষ্ঠদ্বয় যে পুড়িয়া গিয়াছে এরুপ বোধ।
হস্ত-পাদাদি : হাতের আঙ্গুলের অগ্রভাগ অবশ। কাঁপিতে কাঁপিতে টলমল করিয়া চলে। জঙ্ঘাদ্বয় অতীব আড়ষ্ট, আক্ষেপিক পদক্ষেপ। চলিবার সময় হাঁটুদ্বয়ে ঠোকাঠুকি হয়। পায়ে খিল ধরে, ঠাণ্ডায় বৃদ্ধি। পায়ের পাতা শীতল। উপবেশনকালে পা ছড়াইয়া বা পা মুড়িতে পারে না। মেরুমজ্জার প্রদাহ, তৎসহ স্পষ্ট আক্ষেপ লক্ষণ। বাতরোগজ পক্ষাঘাত। নিতম্ব পেশী ও নিন্মাশাখা শুকাইয়া যায়। পা ঝুলাইযা বসিলে জঙ্ঘাদ্বয় নীলবর্ণ হয় ও ফুলিয়া উঠে। হাঁটু ও গোড়ালির ভুমিতে পড়িতে চায় না। পায়ের ডিমের পেশীগুলি কঠিন হইয়া পড়ে। রোগী সামনের দিকে ঝুঁকিয়া বসে, অতি কষ্টে সোজা হইতে পারে।
মুত্র : মুত্রাশয়ের প্রতিক্রিয়া শক্তি বর্ধিত হয়। পুনঃপুনঃ তাড়াতাড়ি করিয়া ছুটিতে হয়, নচেৎ অনিচ্ছায় প্রস্রাব হইয়া যায়।
সম্বন্ধ : তুলনীয়- অক্সিট্রোপ, সিকেল, পেটিভেরিয়া-দক্ষিণ আমেরিকার গাছড়া (পক্ষাঘাত, অর্ধাঙ্গক্ষেপ,তৎসহ অবশতা। আভ্যন্তরিক শীতলতার অনুভুতি), এগ্রোষ্টিমা গিথাগো (পকাশয়ে জ্বালাবোধ, ঐ জ্বালা অম্লনলীর ভিতর দিয়া গলমধ্য পর্যন্ত বিস্তৃৃত হয়।, নিন্মোদর ও গুহ্যদেশে জ্বালা। বমি বমিভাব, তিক্ত বমন, চলৎশক্তি বাধা প্রাপ্ত হয়, সোজা হইয়া বসিতে কষ্ট বোধ করে। শিরঃঘুর্ণন ও শিরঃপীড়া, নিন্মাচোয়াল হইতে মস্কক -শীর্ষ পর্যন্ত জ্বালা)।
মাত্রা : ৩য় শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।