ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স (Latrodectus Mactans)
চলতি নাম – মাকড়সা (Spider)
ডা: ইউলিয়াম বরিক।
ইহার কামড়ে ধনুষ্টঙ্কারবৎ অবস্থা জন্মে ও তাহা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। এই ঔষধের ক্রিয়ায় হৃৎশূল সদৃশ অবস্থা জন্মে। হৃৎপ্রদেশেই ইহার ক্রিয়াকেন্দ্র বলিয়া মনে হয়। বক্ষপেশী সমুহের সঙ্কোচন, ঐ অনুভুতি স্কদ্ধ ও পৃষ্ঠদেশে পর্যন্ত বিস্তৃত হয়। রক্তে জমাট হওয়ার প্রকৃতি হ্রাস পায়।
মস্কক : উদ্বেগ, বেদনায় চীৎকার করে। গ্রীবাদেশ হইতে মস্ককের পশ্চাৎ পর্যন্ত বেদনা। মস্তকের পিছন দিকে বেদনা।
স্বসযন্ত্র : অতিশয় শ্বাসরোধ ভাব। মুখ দিয়া শ্বাস গ্রহণ করে। শ্বাস রোধের ভয় হয়।
বক্ষদেশ : হৃৎস্থানে প্রবল বেদন। ঐ বেদনা বগল পর্যন্ত বিস্তৃত হয় এবং সম্মুখ বাহু হইয়া অঙ্গুলি পর্যন্ত নামিয়া আসে, তৎসহ নিন্মাঙ্গে অবশতা বোধ করে। নাড়ী দুর্বল ও দ্রুত। খিলধরা বেদনায় বক্ষ হইতে উদর-গহ্বর পর্যন্ত স্থানে নিমগ্নতা বোধ।
হস্ত-পাদাদি : বাম বাহুতে বেদনা, মনে হয় যেন, পক্ষাঘাতগ্রস্ত হইয়া পড়িয়াছে। উদরপেশীতে খিল ধরার পর পদদ্বয়ের দুর্বলতা। নিন্মশাখার অনুভুতি বিকৃতি।
চর্ম : সমগ্র দেহের চর্ম শীতল। পাথরের মত ঠান্ডা চর্ম।
সম্বন্ধ : তুলনীয় – ল্যাট্রোডেকটাস হেসেষ্টি নিউ সাউথ ওয়েলসের কাল মাকড়সা (ইহার দীর্ঘস্থায়ী ক্রিয়া হইতে বুঝা যায় ইহা স্থায়ী রক্ত বিষাক্ততা উৎপন্ন করে। ইহা রক্ত বিষাক্ততার তীব্র ব্যথা উপশমিত করে। ক্ষতের চারিদিকে প্রবল স্ফীতি, অঙ্গপ্রত্যাঙ্গের পক্ষাঘাত, তৎসহ পেশীসমুহের অত্যাধিক ক্ষয়। প্রবল খোঁচামারা ও জ্বালাকরা বেদনা, ঐ বেদনা পক্ষাঘাতের পূর্বে দেখা দেয়। শিরঃঘুর্ণন সমনের দিকে পড়িয়া যাইবার সম্ভবনা। রক্ত বিষাক্ততা রোগী মনে করে অবিরত শূন্য উড়িতেছে। স্মৃতিশকিত্র লোপ। গর্ভবতৎ শব্দ, এরাণিয়া মাইগেল, থেরিডিয়ন ল্যাট্রোডেকটাস ক্যালিপো নিউজির্যাণ্ডের মাকড়সা (লসিকা গ্রন্থির প্রদাহ এবং স্নায়ুবিক স্পন্দন, লালবর্ণ জ্বালাকর উদ্ভেদ), ট্রিয়াটিয়া-অপর নাম কিসিংবাগ (স্ফীতি, তৎসহ হস্তাগুলি ও পদাঙ্গুলিতে প্রবল চুলকানি)। শ্বাসরোধের মত অনুভুতি এবং কষ্টকর শ্বাসক্রিয়া। তৎপর অজ্ঞানতা ও দ্রুত নাড়ী।
মাত্রা : ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।