শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

ল্যাকন্যান্থিস-Lachnanthes

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
ল্যাকন্যান্থিস-Lachnanthes
হোমিও বই

ল্যাকন্যান্থিস (Lachnanthes)

চলতি নাম – স্পিরিট উইড (Spinit weed)

ডা: ইউলিয়াম বরিক।

মস্তক, বক্ষ এবং রক্ত সঞ্চালনের উপর ক্রিয়া করে। মনে হয়, নাকের গোড়া চিমটাইয়া ধরিয়াছে। গ্রীবাস্তন্ত ও  গ্রীবার বাতরোগের ঔষধ। পাতলা চেহারা ব্যাক্তির যক্ষারোগ। প্রারন্তিক অবস্থা এবং বক্ষদেশ আক্রান্ত হইয়াছে এরুপ অবস্থা, তৎসহ অতীব শীতলতা। রোগীর কথা বলিবার প্রবৃত্তি জন্মায় -কথার স্রোত ছোটে এবং বক্তৃতা করার সাহস জন্মে।

  • বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

মস্তক : দক্ষিণ দিকে বেদনা, বেদনা নিন্মদিকে চোয়াল পর্যন্ত বিস্তৃত  হয়, মস্তক বড় হইয়া গিয়াছে-এরুপ বোধ, সমান্য মাত্র শব্দে বৃদ্ধি। মস্তক-ত্বকে বেদনা। নিদ্রাহীনতা। গণ্ডদ্বয়ে সীমাবদ্ধ আরক্ততা, মস্তক-ত্বকে বেদনা অনুভূত হয় মনে হয় চুলগুলি খাড়া হইয়া উঠিয়াছে। হাতের তালু ও পায়ের গোড়ালিতে জ্বালা। মনে হয় নাকের গোড়া কেহ চিমটাইয়া ধরিয়াছে।

আরও পড়ুন – মস্তক, মস্তিষ্ক এবং শিরত্বক (Head, Sensorium and Scalp)

বক্ষদেশ : উত্তাপের অনুভূতি-হৃৎপ্রদেশে কি যেন বুদবুদ করিতেছে ও ফুটিতেছে –  ঐ অনুভূতি মাথা পর্যন্ত উঠে।

পৃষ্ঠদেশ : দুই স্কন্ধাস্থির মধ্যে শীত শীতবোধ। পৃষ্ঠে বেদনা ও আড়ষ্টতা।

গ্রীবাদেশ : গলবেদনায় গ্রীবা একপার্শ্বে হেলিয়া যায়। গ্রীবার বাত। গ্রীবার আড়ষ্ঠতা। ঘাড়ে বেদনা, যেন উহা স্থানচ্যুত হইয়াছে।

চর্ম : দেহ বরফের ন্যায় শীতল, মুখমণ্ডল হরিদ্রাবর্ণ, ঘর্মপ্রবণতা।

আরও পড়ুন – অ্যাডাল-১২ (চর্ম রোগ)

সম্বন্ধ : তুলনীয় – ডালকা, ব্রায়ো, পালস, আয়োড, ফেল টৌরি (ঘাড়ে বেদনা এবং অতীব টানপড়া বোধ)।

মাত্রা : ৩য় শক্তি। যক্ষা রোগে মুল অরিষ্ট, সপ্তাহে একবার বা দুইবার এক ইউনিট মাত্রায়, অথবা তিন ফোঁটা প্রতি ৪ ঘন্টা অন্তর ব্যবহার্য।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev