লোবেলিয়া পারপিউরেসেন্স (Lobelia Purpurascens)
চলতি নাম – বেগুনীবর্ণ লোবেলিয়া (Purple Lobelia)
ডা: ইউলিয়াম বরিক।
জীবনীশক্তি ও স্নায়ুমণ্ডলের গভীর অবসাদ, শ্বাসযন্ত্রের পক্ষাঘাত। ইনফ্লুয়েঞ্জা রোগে স্নায়ুবিক অবসাদ। অচৈতন্যাবস্থা। জিহ্বা সাদা ও পক্ষাঘাতগ্রস্ত।
মস্তক : বিম্রঢ় এবং অবসন্ন। বমি বমিভাব সহিত শিরঃপীড়া। শিরঃঘুর্ণন, বিশেষতঃ দুই ভ্রুর মধ্যস্থানে। চক্ষু খুলিয়া রাখিতে পারে না। চক্ষু আক্ষেপিক ভাবে বন্ধ হইয়া যায়।
বক্ষদেশ : অগভীর শ্বাসক্রিয়া, হৃৎপিণ্ড ও ফুসফুস পক্ষাঘাতগ্রস্ত মনে হয়, শ্বাসক্রিয়া ধীর। হৃৎস্পন্দন তাহার নিকট ঢাকের শব্দের মত মনে হয়।
চক্ষু : চক্ষু খুলিয়া রাখা অসম্ভব। ঘুম ঘুমভাব।
সম্বন্ধ : তুলনীয় – ব্যাপ্টিসিয়া, লোবেলিযা ক্যাডিলেলিস, (স্নায়বিক দুর্বলতা, বিশেষতঃ নিন্মাঙ্গের, বাধাপ্রাপ্ত শ্বাসক্রিয়া, লুরিসি, দীর্ঘশ্বাস লইলে বুকে খোঁচামারা বেদনা। বাম ফুসফুস বেদনা, দিবাভাগে সুচীবিদ্ধবৎ বেদনা)।
মাত্রা : ৩য় শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।