লোবেলিয়া ইনফ্লেটা (Lobelia Infiata)
চলতি নাম – ভরতীয় তামাক (Indian Tobacco)
ডা: উইলিয়াম বরিক।
যে সকল স্নায়ু দ্বারা ধবনি ও শিরার সঙ্কোচন ও প্রসারণ কার্য সম্পন্ন হয় তাহাদের পক্ষে উত্তেজ্ক ঔষধ। সর্বপ্রকার দৈহিক কার্যের (Vegetative Process) সহায়তা করে। ইহার শক্তি প্রধাণতঃ ফুসফুস পাাকাশয়িক স্নায়ুমণ্ডলের উপর ব্যায়িত হয় এবং সেজন্য একপ্রকার অবসন্ন ও শিথিল অবস্থার সৃষ্টি করে, ফলে বক্ষে ও উদরোর্ধ্ব প্রচাপন বোধ, শ্বাস ক্রিয়ার ব্যাঘাত, বমি বমিভাব এবং বমন লক্ষণ উৎপন্ন হয়।
অবসাদ’ পেশীর শিথিলতা, গা বমি বমি, বমন এবং অগ্নিমান্দ্য রোগে এই ঔষধ ব্যবহৃত হয়। হাঁপানি ও পাকাশয়িক গোলযোগেও ইহার ব্যবহার আছে। ফর্সা, মোটা ব্যক্তির উপরেই ভাল খাটে। মদ্যপানের কুফল। স্রাবলোপ পাইয়া পীড়া (সালফ)। ডিপথেরিয়া। সদিজ ন্যাবা রোগ (চিয়োনেস্থ)।
মস্তক : শিরঃঘুর্ণন এবং মৃত্যুভয়। পাকাশয়ের গোলযোগহেতু শিরঃপীড়া, তৎসহ বিবমিষা, বমন এবং অত্যান্ত অবসাদ, বৈকাল হইতে মধ্যরাত্রি পর্যন্ত, ও ধুমপানে বৃদ্ধি। অপ্রবল ভারবোধক বেদনা।
মুখমণ্ডল : শীতল ঘর্মে আল্পুত। আকস্মিক বিবর্ণতা।
কর্ণ : স্রাব রুদ্ধ হইয়া অথবা একজিমা হইতে বধিরতা। গলমধ্য হইতে চিড়িকমারা বেদনা।
মুখগহ্বর : প্রচুর লালাস্রাব। কটু জ্বালাকর স্বাদ, পারদের মত স্বাদ, চটচটে শ্লেম্মা, জিহ্বা সাদা লেপে আবৃত।
পাকস্থলী : অম্লত্ব, বায়ু সঞ্চয়, আহারের পর শ্বাস কষ্ট। বুক জ্বালা, , তৎসহ প্রচুর লালাস্রাব। নিরতিশয় বা বমি বমি ও বমন। প্রাতঃকালীন বমন। উদরোর্ধ্ব প্রদেশ দুর্বলতা ও মুর্ছাভাব। প্রচুর লালাস্রাবসহ যথেষ্ট ক্ষুধা। প্রচুর ঘর্ম ও অবসাদ। তামাকের গন্ধ ও স্বাদ অসহ্য। কটু জ্বালাকর আস্বাদ।অম্লাত্ব, তৎসহ পাকাশয়গহ্বরে সঙ্কোচন বোধ। উদরস্ফীতি, আহারের পর হ্রস্ব শ্বাসক্রিয়া। বুক জ্বালা।
শ্বাসযন্ত্র : বক্ষের সঙ্কোচনহেতু শ্বাসকৃচ্ছ, সামান্য শ্রমে বৃদ্ধি। বক্ষদেশে প্রচাপনবৎ বা কোন ভারি জিনিষ রাখার ন্যায় অনুভুতি,দ্রুত হাঁটিলে উপশম। মনে হয় যে হৃৎক্রিয়া বন্ধ হইয়া যাইবে। হাঁপানি আক্রমণকালে পাকস্থলীতে দুর্বলতা বোধ করে এবং আক্রমণের পূর্বে সর্বাঙ্গে খোঁচামার ন্যায় অনুভুত হয়। খিলধরা, টং টং করা কাশি, শ্বাস কষ্ট গলা চাপিয়া ধরে। বৃদ্ধগণের বায়ুস্ফীতি।
পৃষ্ঠদেশ : ত্রিকান্থিতে বেদনা, সমান্য স্পর্শও সহ্য করিতে পারে না সমানের দিকে ঝুঁকিয়া বসিয়া থাকে।
মুত্রযন্ত্র : গাঢ় লালবর্ণ মুত্র এবং তাহাতে লাল তলানি।
চর্ম : খোঁচামারা ব্যথা ও চুলকানি, তৎসহ প্রবল বিবমিষা।
উপচয়, উপশম : বৃদ্ধি – তামাকে, বৈকালে, সামান্য মাত্র সঞ্চালনে, শীতলতায় বিশেষতঃ শীতল জলে স্নানে।
উপশম : দ্রুত চলিলে (বুকের ব্যথা) সন্ধ্যাকালে এবং উষ্ণতায়।
সম্বন্ধ : দোষঘ্ন – ইপিকাক।
তুলনীয় : ট্যাবেকাম, আর্স, টার্টার এমেট্রিক, ভিরেট্রাম রোস। লোবেলিয়া সিফিলিটিকা অথবা মেরুলিয়া (হাঁচিসহ ইনফ্লুয়েঞ্জা রোগের পরিস্ফুট ছবি। পশ্চাৎ নাসিকারদ্ধ, কোমল তালু এবং গলগ্বর আক্রান্ত হয়। অতীব অবসন্ন। কপালে চক্ষুর উপরে বেদনা, পাকস্থরীতে বেদনা ও গ্যাস জমা, তৎসহ প্রচুর জলবৎ মল, তৎসহ কোঁথানি ও গুহ্যদ্বারে বেদনা। হাঁটুতে বেদনা। পদতলে খোঁচামারা ব্যথা। বক্ষের নিন্মতার অংশে অস্বস্থি বোধ, মনে যেন বায়ু ঐ পর্যন্ত পৌঁছিতেছে না। বাম পার্শ্বের পঞ্জরাস্থির নীচে বক্ষবেদনা। শুস্ক, খকখকে কাশি। শ্বাসক্রিয়া কষ্টকৃত। নাকের গোড়ায় অপ্রবল কামড়ানি বেদনা। কর্ণের ইউষ্টেচিয়ান নলীতে সর্দি। প্লিহার পশ্চাৎভাগে বেদনা)। লোবেলিয়া ইরিনাস (দুষিত মাংসার্বুদ, অতি দ্রুত ধাবিত হয়। পাকাশয়ের বসাময় ঝিল্লীতে সান্ত্র ক্যান্সার, উদরগহ্বর কর্কস্ক্রু চলানর মত মোচড়ান ব্যথা। চর্মের এবং নাসিকা ও মুখগ্বরের শ্লৈম্মিক ঝিল্লীর নিরতিশয় শুস্কতা। ব্যান্ডি পানে বিতৃষ্ণা, তর্জনীর অগ্রভাবে শুস্ক একজিমার মত দাগ। মুখ মণ্ডলের দুষিত পীড়া, কৌষিক অর্বুদ)।
মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩ৎশ শক্তি। বাহ্যিক প্রয়োগে ইহা রাস টক্স বিষাক্ততা দুর করে। অনেক ক্ষেত্রে এস্টিাম লোবেলিয়া অন্যান্য প্রস্তুতি অপেক্ষা ভাল ক্রিয়া করে। লোবেলিয়া ইনজেকশন করিলে ডিপথেরিয়া রোগে ঠিক ডিপথেরিযা এন্টিটক্সিনের ন্যায় ক্রিয়া করে এবং ভবিষ্যৎ আক্রমণ সম্বন্ধে প্রতিরোধ শক্তি বর্ধিত করে (এফ, এলিংউড)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।