লেসিথিন (Lecithin)
ডা: ইউলিয়াম বরিক।
ডিমের হরিদ্রাংশ এবং জীবজন্তর মহজ হইতে প্রস্তুত কতকগুলি জৈব উপাদন সম্বলিত একজাতীয় ফসফরাস)।
উদ্ভিদ ও জীবজন্তর জীবনীশক্তির সংগঠনে লেসিথিন বিশেষ উপযোগী। লেসিথিন পোষণ ক্রিয়ার উপর, বিশেষতঃ রক্তের উপর অনুকুল ক্রিয়া প্রকাশ করে, সুতরাং রক্তাল্পতা রোগে, রোগান্তিক দুর্বলতায় স্নায়ুবিক অবসাদে ও অনিদ্রা রোগে ইহার উপযোগিতা দেখা যায়। ইহা রক্তের লাল কণিকা-সমুহের বৃদ্ধি করে এবং হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। স্তন্য বৃক্তিকারক ঔষধ, স্তন্য দুগ্ধের গুন ও পরিমান বৃদ্ধি করে।
অতি দ্রুত ফসফেট বহিষ্ককরণ কমাইয়া দেয়। মানসিক অবসাদ ও ধ্বজভঙ্গ। যক্ষ্ণা রোগ, সাধারণাবে স্বাস্থ্য এবং পরিপোষণ ক্রিয়া উন্নতি করে। রোগী শ্রান্ত দুর্বল, অল্পেই হাঁপাইয়া পড়ে, শীর্ণ হইতে থাকে, সাধারণ-ভাবে স্বাস্থ্যভঙ্গের লক্ষণযুক্ত। রতিশক্তির দৃর্বলতা।
মন : ভুলো, অল্পবুদ্ধি, বুদ্ধি গোলাইয়া যায়।
মস্কক : যাতনা, বিশেষভাবে মস্তকের পশ্চাৎদিকে – কর্ণে দপদপ করে এবং ঠুন্ ঠুন্ করে। চোয়লদ্বয়ের সন্ধিস্থলে বেদনা, মুখমণ্ডল পাংশুবর্ণ।
পাকস্থলী : ক্ষুধামান্দা, তৃষ্ণার্ত, মদ ও কফি খাইতে চায়। পাকস্থলী স্ফীত, পাকস্থলীতে টাটান ব্যথা এবং উহা গলার দিকে উঠিতে থাকে।
মুত্র : মুত্র অল্প, ফসফেট, চিনি ও এলবুমেনযুক্ত।
জননেন্দ্রিয় : পুরুষের রতিশক্তির লোপ বা হ্রাস। স্ত্রীলোকের কামশক্তির অভাব এবং ডিম্বকোষের দুর্বলতা।
হস্ত-পদাদি : বেদনা, কামড়ানি, উৎসাহের অভাব। ক্লান্ত এবং দুর্বল।
সম্বন্ধ : তুলনীয় – ফসফরাস।
মাত্রা : ১/২ হইতে ২ গ্রেন মুল অথবা শক্তিকৃত ঔষধ। ১২শ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।