লেমনা মাইনর (Lemna Minor)
চলতি নাম – ডাকউইড (Duckweed)
ডা: উইলিয়াম বরিক।
ইহা একটি সর্দির ঔষধ। নাসারন্ধ্রের উপর বিশেষ ক্রিয়া। নাসিকার বহুপাদ রোগ, নাসারন্ধ্রদ্বয়ের মধ্যবতী অস্থির স্ফীতি। ক্ষয়জাত নাসিকা প্রদাহ। নাসারোধের জন্য হাঁপানী, স্যাঁৎসেঁতে ঋতুতে বৃদ্ধি।
নাসিকা : দুর্গন্ধযুক্ত ঘ্রাণশক্তির লোপ। মামড়ী, শ্লেম্মা পুঁজ মিশ্রিত প্রচুর নাসাস্রাব। নাসারন্ধ্রের পশ্চাৎ হইতে গলমধ্যে শ্লেম্মাস্রাব। বেদনা,যেন নাসিকা হইতে কর্ণ পর্যন্ত একগাছি দড়ি বাঁধা রহিয়াছে। নাসিকার শোথ হইয়া নাসারন্ধ্র অবরুদ্ধ হইলে, উহা কমাইয়া দেয়। নাসারন্ধ্রের অভ্যন্তর ও গলমধ্যে শুস্কতা।
মুখগহ্বর : প্রাতঃকালে ঘুম হইতে উঠিলে পচা স্বাদ। স্বাসনলীর ও গলকোষের শুস্কতা।
উদরগহ্বর : সশব্দ উদরাময়ের প্রবণতা।
উপচয়, উপশম : বৃ্দ্ধি – ভিজায়, বর্ষাকালে, বিশেষতঃ খুব বেশী বৃষ্টির সময়।
সম্বন্ধ : তুলনীয় – ডালকা (স্যাঁৎসেঁতে পরিপাশ্বিক এবং কুয়াশাচ্ছন্ন ঋতুতে বৃদ্ধি), ক্যাল্ক, টিউক্রি, ক্যালেণ্ডুলা, নেট্রাম সালফ।
মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।