বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

লেবার্নাম -Laburnum

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:১০ অপরাহ্ন
লিডাম পাল-Ledum Pal
হোমিও বই

লেবার্নাম (Laburnum) 

চলতি নাম – সিষ্টিসাস লেবার্নাম (Cystisus Laburnum)

ডা: উইলিয়াম বরিক।

এই গুল্মটির সব অংশই বিষাক্ত, ইহাতে পাকাশয়-অন্ত্রের প্রদাহ উৎপন্ন করে, তৎসহ বমন, উদরাময়, শিরঃপীড়া, মুখমগুলের বিবর্ণতা এবং চর্মের শীতলতা লক্ষণ দেখা দেয়। সর্বাঙ্গীণ সংবেদরাহিত্য এবং আক্ষেপ ইহার দুইটি বিশেষ লক্ষণ। মস্তিস্ক মেরুমজ্জার প্রদাহ। অত্যান্ত অবসাদ, গলনলীর সঙ্কোচন ঘাড়ের আড়ষ্টতা, ঘড় হইতে পশ্চাৎমস্তক পর্যন্ত ছিন্নকর বেদনা, নিম্প্রভ চক্ষু।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

মস্তক : বুদ্ধির জড়তা, উদাসীনতা (ফস এসিড)। চক্ষুতারকা দুইটি অসমভাবে বিস্তৃত, বমি বমিভাব, মুখের পেশীগুলি স্পন্দিত হয় (এগারি)। মস্তিস্কে জলসঞ্চয়। সর্বক্ষণস্থায়ী শিরঃঘুর্ণন, অতম্য নিদ্রালুতা।

পাকস্থলী : অত্যান্ত তৃষ্ট, অবিরত বমি বমি ভাব, বমন উদরোর্ধ্ব প্রদেশ জ্বালাকর বেদনা।

আরও পড়ুন – গ্যাসফ্রো সিরাপ (বদহজম, পেটফাঁপা ও পাকস্থলীর ব্যথায় কার্যকর)

মুত্রযন্ত্র : কোঁথানি ও লিঙ্গোখান। ঘাসের মত সজুজবর্ণ হয়।

হস্ত-পদাদি : হস্তদ্বয়ের অবশতা এবং বেদনা। হাত নাড়ি কষ্ট।

সম্বন্ধ : তুলনীয় – নাক্স, জেলস, সিষ্টাইন (কউরারির ন্যায় গতি বিধায়ক স্নায়ুমণ্ডলের পক্ষঘাত উৎপন্ন করে এবং শ্বাসযন্ত্রর পক্ষাঘাতহেতু মৃত্যু ঘটে।

মাত্রা : ৩য় শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev