লাইসিন (Lyssin)
অপর নাম –হাইড্রোফোবিনাম (Hydrophobinu)
ডা: উইলিয়াম বরিক
প্রস্তুত প্রানণী : ক্ষেপা কুকুরের নালা হইতে প্রস্তত।
প্রধানতঃ স্নায়য়ুশলল আক্রান্ত হয়, হাড়ের মধ্যে কামড়ানি। অত্যাধিক কামপ্রবৃত্তিজনিত পীড়া। উজ্জল আলোক অথবা জল-প্রবাহ দেখিলে অজ্ঞান হই পড়ে।
মস্তক : জলাতঙ্ক, পাগল ইহয়া যাইবার ভয়। মানসিক উত্তেজনা ও সঃসংবাদে ভয় বৃদ্ধি পায়, তরল পদার্থের কথা মনে পড়িলেও ভয় বাড়ে। সকল ইন্দ্রিয়ের অত্যাধিক উত্তেজনা। পুরাতন শিরঃপীড়া। মাথায় রদ্ধকরণ বৎ বেদনা।
মুখমণ্ডল : ক্রমাগত থুথু ফেলে, আঠা আঠা লালাস্রাব, লালা চটচটে। গালায় বেদনা। অবিরত ঢোক গেলে, যদিও তাহাতে কষ্ট হয়। জল গিলিতে গেলো শ্বাসরোধ। মুখে ফেনা উঠে।
পুং-জননেন্দ্রিয় : কামোন্মাদ, কষ্টকর লিঙ্গোথান, পুন:পুন: রেতঃপাত। সঙ্গমকালে রেতঃপাত হয় না। অণ্ডকোষের শুস্কতা। অস্বাভাবিক কামচর্চা জনিত পীড়া।
স্ত্রী-জননেন্দ্রিয় : জরায়ু স্পর্শকতরতা, জরায়ু সমন্ধে সর্বদা সচেতন থাকে হেলিানিয়াস)। মনে হয় জরায়ু বাহির হইয়া পড়িবে। যোনিপথে স্পর্শকাতরতা, সেইজন্য সঙ্গমকালে ব্যথা লাগে (বার্বেরিস)। জরায়ু স্থানচ্যুতি। শ্বাসযন্ত্র : স্বর পরিবর্তিত হয়। কিছুক্ষণ শ্বাসক্রিয়া বন্ধ থাকে। শ্বাসযন্ত্রের পেশীর আক্ষেপিক সঙ্কোচন।
মল : জলস্রোত দেখিলে অথবা ঐ শব্দ শুনিলে হাহ্যের বেগ। প্রচুর জলবৎ মল, তৎসহ উদর বেদনা, বৈকালে বৃদ্ধি। জলস্রোত দেখিলে পুন:পুন: মুত্রবেগ।
বৃদ্ধি- উপশম : বৃদ্ধি : জলস্রোত দেখিলে বা ঐ শব্দ শুনিলে জল ঢালা দেখিলে, অথবা জলীয় পদার্থের বিষয়ে চিন্তা করিলে, উজ্জল অথবা প্রতিফলিত আলোক দেখিলে, সূর্যতাপে, অবনত হইলে।
সম্বন্ধ : তুলনীয়-জ্যান্থিয়াম, স্পাইনোসাম, (ইহাকে জলাতঙ্ক রোগের প্রকৃষ্ট ঔষধ বলা হয়। রমণীগণের পুরাতন মুত্রাশয়, প্রদাহ রোগে রোগের ব্যবহার্য)। আরও তুলণীয়-ক্যান্থারিস, বেল, স্ট্রামো, ল্যাকে, নেট্রাম মিউর।
মাত্রা : ৩০ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।