লিয়াম উসিটাটসিমাম (Linum Ustatissimum)
চলতি নাম – সাধরণ তিসি (Common Flax)
তিসির পুলটিস লাগাইয়া, অত্যনুভুতিপ্রবণ ব্যাক্তিদের নানাপ্রকার শ্বাসযন্ত্রের গোলযোগ মাথা হাঁপানি, আমবাত প্রভৃতি লক্ষণ উৎপন্ন হইতে দেখা গিয়াছে। ইহার মধ্যে অত্যন্ত পরিমাণ কৃাথ মুত্রলীর প্রদাহ, মুত্রাশয় প্রদাহ এবং মুত্ররোধ প্রবৃতিতে উপযোগী। উহা পাকাশয় প্রদাহেরও কাজে আসে। হাঁপানি প্রতিশ্যা লক্ষণ জ্বর এবং শীতপিত্ত রোগে ইহা ব্যবহার করা চলে। হনুম্ভন্ত ও জিহ্বার পক্ষাঘাত।
সম্বন্ধ : তুরলনীয় – লিনাম ক্যাথারটিকাম – (শ্বাসযন্ত্রের লক্ষণে অনুরুপ কিন্ত শূলরোগ ও উদরাময় রোগেও ব্যবহার্য)।
মাত্রা : নিন্ম শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।