শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

লিমিউলাস ঝিপোসুরা-Limulus Ziphosura

আরোগ্য হোমিও হল / ৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
লিডাম পাল-Ledum Pal
হোমিও বই

লিমিউলাস ঝিপোসুরা (Limulus Ziphosura)

চলতি নাম – হর্স ফুট কিংক্রোব ( বড় কাঁকড়া)

Horse Foot (Kingcrab)

ডা: ইউলিয়াম বরিক।

এই ঔষধটি সি, হেরিং কর্তৃক প্রবর্তিত। তিনি ও লিপ্পে ইহার আংশিক পরীক্ষা করেন। হেরিং বিস্মিত হইয়া দেখেন, তিনি যে কাঁকড়াটিকে কাটিয়া ছিলেন তাহার রক্ত নীলবর্ন। পরে বুঝা গিয়াছিল যে ঐ রক্তে তামা আছে বলিয়াই তাহার বর্ণ ঐরুপ হইয়াছিল। তিনি ভাবিয়াছিলেন যে ইহা একটি কলেরা রোগের ঔষধ হইবে। আরও বিস্তৃত পরীক্ষা ব্যতীত একথা মানিয়া লওয়া চলে না, কিন্ত এ পর্যন্ত যে সকল লক্ষণ পাওয়া গিয়াছে, তাহাতে এ কথা সত্য হওয়া সম্ভব। হেরিংয়ের উর্বর মস্তিস্ক সর্বদাই চিকিৎসা ক্ষেত্রে পথ প্রদর্শন করিয়াছে।

বায়ো কম্বিনেশন ২৫

দৈনিক ও মানসিক অবসাদ। সমুদ্র স্নানের পর নিদ্রালুতা। পাকাশয়-তন্ত্র লক্ষণ শরীরের দক্ষিণপার্শ্ব জুড়িয়া যাতনাদায়ক পুর্নতা।

মস্কক : মানসিক অবসাদ। নাম মনে রাখিতে পারে না। বিমৃঢ় ভাব, তৎসহ মুখমণ্ডলে উত্তাপ, মুখমণ্ডলে রক্তোচ্ছাস, চিন্ত করিবার কালে বৃদ্ধি। বাম চক্ষুতারকার পশ্চাৎভাগে বেদনা।

নাসিকা : তরল সর্দি। হাঁচি, জলপান করিলে বৃদ্ধি। অবিরত নাক হইতে সর্দি ঝরে। নাসিকার উপরে ও চক্ষু পাশ্চাতে চাপ বোধ।

আরও পড়ুন- এইচ আর – ৯৮ (অ্যালার্জি, সর্দি, হাঁচি, কাশিতে কার্যকর)

উদরগহ্বর : উত্তাপসহ শূলবেদনা। খিল ধরার মত বেদনাসহ জলবৎ মল। উদরগহ্বর উষ্ণ ও সঙ্কুচিত। অর্শরোগ, গুহ্যদ্বারের সঙ্কোচন।

শ্বাসযন্ত্র : ভাঙ্গা হলা। জলপানের পর শ্বাসকষ্ট। বক্ষে যাতনা বোধ।

হস্ত-পদাদি : জঙ্খাস্থানের স্নাুশূল। পায়ের তলায় বেদনা, মনে হয় আসাড় হইয়া গিয়াছে। দক্ষিণ কুঁচকি গ্রন্থিতে বেদনা। পায়ের গোড়ালিতে বেদনা।

চর্ম : মুখমণ্ডল ও হস্তে স্থানে স্থানে চুলকানি ও ফোস্কা। হাতের তালুতে জ্বালা।

সম্বন্ধ : তুলনীয় – এষ্টিরিয়াস, হোমেরাস, কুপ্রাম।

মাত্রা : ৬ষ্ঠ শক্তি।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev