লিনেরিয়া (Linaria)
চলতি নাম – টোড-ফ্লাক্স-স্র্যাপ ড্রাগন
Toad-Fiax-Snap Dragon
ডা: ইউলিয়াম বরিক।
ইহার ক্রিয়া ফুসফুস পাকাশয়িক প্রদেশেই সীমাবন্ধ। উদ্গার, বমি বমিভাব, লালাস্রাব, পাকস্থলীতে চাপ বোধ। কমলা রোগ, প্লীহা ও যকৃতের বিবৃদ্ধি। আন্ত্রিক লক্ষণের সহিত অতীব তন্দ্রালুতা বিশেষভাবে লক্ষণীয়। হৃৎপীড়া হইতে মুর্ছাভাব। অসাড়ে মুত্রপাত। গুহ্যদেশে যাতনা। জিহ্বা অত্যান্ত কর্কশ ও শুস্ক, গলমধ্য সঞ্চুচিত। শীতলতা। মস্ককে জড়তা। অদম্য নিদ্রাবল্য। খোলা বাতাসে বেড়াইলে রোগলক্ষণ বৃদ্ধি।
মাত্রা : ৩য় শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।