লিডাম পাল (Ledum Pal)
চলতি নাম – মার্শ-টি (Msrsh-Tea)
ডা: ইউলিয়াম বরিক।
আক্রান্ত যন্ত্রের ক্রিয়াগত বেদনা হইতে আরম্ভ করিয়া মুত্রের দোষ এবং বিধান-তন্ত্রতে শক্ত পদার্থ সঞ্চয় পর্যন্ত সর্ব প্রকার বাতরোগগ্রস্ত ব্যাক্তির সর্ববিধ উপদ্রবে উপযোগী। লিডামের বাত পদতল হইতে আরম্ভ হইয়া উপদিকে উঠিতে থাকে। ইহা চর্মকে আক্রমণ করিয়া ‘পয়জন ওক’ বিষাক্ততার ন্যায় উদ্ভেদসমুহ সৃষ্টি করে, সুতরাং ইহা কীট পতঙ্গের দংশনের প্রতিষেধক। রোগী স্বাভাবিক দৈহিক উত্তাপের অভাব থাকে, কিন্ত তুবু শয্যার উত্তাপ অসহ্য বোধ হয়। কোন কিছু ফুটিয়া যাওয়ার ক্ষত, অথাৎ যে সকল ক্ষত কোন ছঁচাল যন্ত্র দ্বারা হইয়া থাকে অথবা কীট পতঙ্গের কামড়ে হইয়া থাকে, তাহাতে উপযোগী, বিশেষতঃ ঐ ক্ষতযুক্ত স্থান যদি শীতল হয় তাহা হইলে লিডামই প্রকৃত ঔষধ। ক্ষতস্থানের নিকটতী মাংসপেশীসমুহ খিঁচুনিসহ ধনুষ্টঙ্কার রোগ।
মস্তক : চলাফেরা করিবার সময় শিরঃঘুর্ণন, তৎসহ একদিকে পড়িয়া যাইবার আশঙ্কা। মাথায় কোন ঢাকা থাকিলে অস্বস্থি। নাসিকা দিয়া রক্তপাত (মেলিলো, ব্রায়ো)।
চক্ষু : চক্ষুতে বেদনা। চক্ষুর পাতায় রক্তসঞ্চয়, শুক্রমণ্ডল জলবৎ বা কাচগ্রেভ। কোন ভোঁতা অস্ত্র দ্বারা ধৃষ্ঠক্ষত। বাতরোগের সহিত ছানি রোগ।
মুখমণ্ডল : কপালে ও গলস্থানে লালবর্ণ পীড়াকা, স্পর্শ করিলে হুলবিদ্ধবৎ বেদনা। নাসিকা ও মুখের চারিদিকে মামড়ীযুক্ত উদ্ভেদ।
মুখগহ্বর : শুস্ক, উদ্গারসহ বমনোদ্রাক। সর্দিজ পীড়াসহ পচা আস্বাদ।
শ্বাসযন্ত্র : নাসিকায় জ্বালা। কাশি, তৎসহ রক্তের ছিটযুক্ত গয়ের। শ্বাসকৃচ্ছ, বক্ষদেশ সঙ্কুচিত বোধ হয়। শ্বাস-প্রশ্বাস বাধাপ্রাপ্ত হয়। কষ্ঠনলীতে বেদনা। বৃদ্ধ ব্যাক্তিদের ব্রঙ্কাইটিসসহ ক্ষমধ্যে পুঁজ সঞ্চয়। বক্ষদেশে কষ্টকার সঙ্কোচন। শ্বাসনালীতে সুড়সুড়িবোধ, আক্ষেপিক কাশি। বাত বেদনা ও রক্তবমন পর্যায়ক্রমে উপস্থিত হয়। বক্ষে হাত দিলে আঘাত লাগে। হুপিং কাশি, আক্ষেপিক প্রকৃতির । কাঁদিতে গেল জোড়া জোড়া স্বাস লইতে হয়।
সরলান্ত্র : সরলান্ত্র-গুহ্যদ্বার ফাটা ফাটা। অর্শবলিতে বেদনা।
হস্ত-পদাদি : সন্ধিবাতের বেদনা পায়ের ভিতর দিয়া নিন্মাঙ্গের উপর দিকে উঠে এবং সমস্ত গ্রন্থি, বিশেষতঃ ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিগুলি আক্রান্ত হয়। গ্রন্থিগুলি স্ফীত, উত্তপ্ত ও বিবর্ণ। দক্ষিণ স্কন্ধে দপদপানি। স্কন্ধে চাপ বোধ, নগিলে বৃদ্ধি। গ্রন্থিগুলি কটকট করে, বিছানার গরমে বৃদ্ধি। গ্রন্থিবাতজ গুটিকা। বৃদ্ধগুলির অগ্রভাগে স্ফীত (ব্রথপস)। বাতব্যথা নিন্মশাখায় দেখা দিয়া উপরদিকে উঠিতে থাকে (ক্যালকেরিয়া বিপরীত) গুলফসন্ধি স্ফীত। দুই পদতলে বেদনা, উহাদের উপর ভর দিয়া পা বাড়াইতে কষ্ট হয়। (এন্টিম ক্রুড, লাইকো)। গুলফসন্ধি সহজেই মচাকয়া যায়।
জ্বর : শীতলতা, জৈব তাপের অভাব। মনে হয় যেন, দেহের স্থানে স্থানে ঠাণ্ডা জল রহিয়াছে। মখমণ্ডলের উষ্ণতাসহ সর্বাঙ্গীন শীতলতা।
চর্ম : কপালে উপর বায়ঃব্রণ, উহাতে খোঁচামারা বেদনা। একজিমা বৃদ্ধি (কার্বঙ্কল (এনথ্রাসিন, টেরেন্টুলা কিউবেনাস)। রাস টক্স বিষাক্ততার দোষ নাশ করে (গ্রণ্ডেল, সাইপ্রি, এনাকাডি)।
উপশম : ঠাণ্ডায়, পদদ্বয় ঠাণ্ডা জলে ডাবইয়া রাখিলে।
বৃদ্ধি : রাত্রিকালে এবং বিছানার উত্তাপে।
সম্বন্ধ : তুলনীয় – লিডাম মাকড়সার বিষ দুর করে। রুটা, হ্যামামে, বেলিস, আর্ণিকা।
মাত্রা :৩য় হইতে ৩০ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।