লােইকোপাস ভার্জিনিকাস
(Lycopus Virginicus)
ডা: উইলিয়াম বরিক।
রক্তের চাপ ও হৃৎস্পন্দনের হার কমায় এবং হৃৎধমনীর সঙ্কোচন গতির দৈর্ঘ্য যথেষ্ট পরিমাণে বাড়াইয়া তোলে। অপ্রবল রক্তস্রাব (এড্রিনেলিন ৬x), হৃৎপিণ্ড সংক্রান্ত ঔষধ এবং গলগণ্ড ও রক্তস্রাবী অর্শে ফলপ্রদ। যে সকল রোগে প্রবল হৃৎক্রিয়া এবং হৃৎস্থানে অম্লাধিক বেদনা থাকে, তাহাতে ব্যবহার্য। হৃৎকপাটিকার পীড়াবশতঃ রক্তবমন। দুষিত গলগণ্ড রোগে অস্ত্রোপাচারের পূর্বে উপযোগী। মাত্রা মুল অরিষ্ট ৫ বিন্দু (বিবে)।
মস্তক : সম্মুখ দিকে শিরঃপীড়া, কপালের উপরে অধিক, কখনও কখনও এজন্য হৃৎপিণ্ডের ক্রিয়াধিক্য ঘটে। নাসাপথে রক্তস্রাব।
চক্ষু : ঠিনরাইয়া বাহির হয়, বাহির দিকে চাপ দেয়, তৎসহ হৃৎপিণ্ডের প্রবল স্পন্দন। চক্ষুর উপরে বেদনা, তৎসহ অণ্ডকোষে কনকন করে।
মুখগহ্বর : নিন্মমাড়ির চর্বণ দন্তে বেদনা।
হৃৎপিণ্ড : ধুমপায়ীদের দ্রুত হৃৎক্রিয়া। হৃদগ্রপ্রদেশে বেদনা, সঙ্কোচন-বোধ, স্পর্শদ্বেয়, নাড়ী দুর্বল, অনিয়মিত। বিরামশীল কম্পমান এবং দ্রুত শ্বাসকষ্টের জন্য মুখশণ্ডল নীল হইয়া যায়। হৃৎপিণ্ডের ক্রিয়া উম্পম্ফনশীল এবং বেগমান। স্নায়বিক উত্তেজনার জন্য বুক ধড়ফড়ানি, তৎসহ হৃৎপিণ্ডের চতুদিকে অব্যক্ত যাতনা। হৃৎরোগের সহিত বাতরেগের ভ্রমণশীল বেদনা হৃৎরোগজনিত হাঁপানি (স্যাম্বুল)।
শ্বাসযন্ত্র : বুকে সাঁই সাঁই শব্দ। কাশির সহিত রক্ত উঠে। রক্ত সামান্য কিন্ত পুনঃপুনঃ।
মুত্র : জলের মত স্বচ্ছ প্রচুর মুত্র, বিশেষতঃ যখন হৃৎপিণ্ডের ক্রিয়াধিক্য হয়, আবার অল্পমুত্র। মুত্রশয় খালি থাকিলে স্ফীত বলিয়া মনে হয়। বহুমুত্র রোগ। অণ্ডকোষে বেদনা।
সরলান্ত্র : গুহ্যদ্বর হইতে রক্তস্রাব। অর্শ।
নিদ্রা : অনিদ্রা। মানসিক দুশ্চিন্তার জন্য জাগিয়া থাকে, মন অত্যান্ত ক্রিয়াশীল কিন্ত রক্তসঞ্চালনক্রিয়া দুর্বল।
সম্বন্ধ : তুলনীয় – এফিড্রা টিমস্টারস টি (গলগণ্ড রোগ, মনে হয় চক্ষু ঠেলিয়া বাহির হইতেছে, তৎসহ হৃৎপিণ্ডের উম্লম্ফনশী ক্রিয়া), ফিউকাস, স্পার্টি
ন, ক্রেটিগ্যাস এড্রিনালিন ৬ x।
মাত্রা : ১ম হইতে ৩০ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।