লায়েট্রিস স্পাইকেটা -সেরাটুলা
(Listris Spicata-Serratula)
চলতি নাম – কলিক রুট (Colic Root)
ডা: ইউলিয়াম বরিক।
রক্তবহ নাড়ীমণ্ডলের ঔষধ। চর্ম ও শ্লৈম্মিক ঝিল্লীসমুহের ক্রিয়াগত উৎকর্ষ সাধন করে।
প্লীহা ও যকৃৎরোজাত শোথ, অধিকন্ত মুত্রগ্রন্থির প্রদাহজাত শোথে উপযোগী। এই অবস্থা মুত্রবোধ দেখা দেলে বিশেষ উপকার আসে। হৃৎপীড়া ও মুত্রগ্রন্থিপীড়া হইতে সর্বাঙ্গীণ শোথ। উদরাময়, তৎসহ তীব্র মলবেগ এবং পৃষ্ঠের নিন্মতর অংশে বেদনা। শূল রোগ। বাহ্যিক ভাবে ক্ষত পচাক্ষতে ব্যবহারিত হয়। দ্রুত মুত্রকারক ঔষধ।
মাত্রা : মুল অরিষ্ট ১ হইতে ৪ ড্রাম অথবা ক্কাথ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।