র্যাফেনাস (Raphanus)
চলতি নাম – কাল মুলা (Black Garden Radish)
ডা: উইলিয়াম বরিক।
যকৃৎ ও প্লীহাস্থানে সুচিকাবিন্ধবৎ বেদনা সৃষ্টি করে। পিত্ত এবং লালাস্রাব বধিত করে। মুলার সহিত লবণ খাইলে এই লক্ষণগুলি প্রকাশ পায় না। পেটের মধ্যে যথেষ্ট বায়ু সঞ্চয় এবং ঐ বায়ুর অবরোধ। গোলা উঠার ন্যায় লক্ষণ। মেদদয় গ্রন্থিসমুহের অত্যান্ত স্রাব, চর্ম তৈলাক্তবৎ। পোড়া নারাঙ্গা। হিষ্টিরিয়া, পৃষ্টে ও বাহুদ্বয়ে শীতলতা বোধ। কামাজ অনিদ্রা (ক্যালি ব্রাম)। কামোন্মাদ। অস্ত্রোপাচারের পরবতী পেটে বায়ু জন্মিায়া বেদনা।
মস্তক : বিমর্ষতা, বালক-বালিকাদিগকে পছন্দ করে না, বিমেষতঃ বালিকাদিগকে। শীরপীড়া, মস্কিস্ক দুর্বল ও ব্যথাযুক্ত। নিন্ম অক্ষিপুটের স্ফীতি। নাসারন্ধ্রের পশ্চাতে শ্লেম্মা সঞ্চয়।
গলগহ্বর : মনে হয় যেন, গরম গোলার মত পদার্থ জরায়ু হইতে গলা পর্যন্ত উঠিয়া আসে এবং সেখানে স্থায়ী হইয়া থাকে। গলার মধ্যে উত্তাপ বোধ ও জ্বালা।
পাকস্থলী : দুর্গন্ধযুক্ত উদ্গার। উদরোর্ধ্বপ্রদেশে জ্বালা, তৎপর গরম উদ্গার।
উদরগহ্বার : বমনোদ্রক ও বমন, ক্ষুধামান্দ্য। উদর স্ফীত, বায়ুপুর্ণ, শ্কত। উদর বায়ু উর্ধ্ব অথবা অধঃ কোন দিকেই যায় না। নাভির চারিদিকে কামড়ান বেদনা। মল পাতলা, ফেনাযুক্ত, প্রচুর, বাদমীবর্ণ, তৎসহ শূলবেদনা এবং অন্ত্রদেশ গদির মত ফোলা। বিষ্ঠা বমন।
স্ত্রী-জননেন্দ্রিয় : জননেন্দ্রিয়ের স্নায়বিক উত্তেজনা। ঋতুস্রাব প্রচুর এবং দীর্ঘকালস্থায়ী। কামোন্মাদ, স্ত্রীজাতি এবং শিশুদিগের উপর বিরক্তি। কামজ অনিদ্রা।
মুত্র : মুত্র ঘোলা, তাহাতে মদের ফেনার ন্যায় তলানি। মুত্র প্রচুর, ঘন ও দুধের ন্যায়।
বক্ষদেশ : বক্ষের বেদনা পৃষ্ঠ ও গলদেশ পর্যন্ত বিস্তৃত হয়। বুকের মধ্যেস্থলে ভারি পিণ্ডের ন্যায় এবং শীতলতা বোধ।
সম্বন্ধ : তুলনীয় – মোডোর্ডিকা (প্লীহা-গ্রন্থিস্থানে যাতনা অধিক), কার্বো, এনাকাডি, আর্জ নাই, র্যাসিকা।
মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।