র্যানান কিউলাস স্কেলিরেটাস (Ranunculus Sceleratus)
চলাতি নাম – মার্শ বাটারকাপ (Marsh Buttercup)
ডা: উইলিয়াম বরিক।
উদ্ভিদজাতীয় অন্যান্য সকল ঔষধ অপেক্ষা অধিক উত্তেজনা সৃষ্টিকারক, চর্ম-লক্ষণগুলি হইতেই একথা বুঝা যায়। ছিদ্রকরণবৎ, চর্বণ বেদনা ইহার প্রকৃষ্ট লক্ষণ। পোড়া নারাঙ্গা। থাকিয়া থাকিয়া রোগক্রমণ। পাকস্থলীর বেদনায় মুর্ছা।
মস্কক : মাথার চাঁদির বামদিকে বিশেষ একটি স্থানে চর্বণবৎ বেদনা। মৃতদেহ, সর্প, যুদ্ধ প্রভৃতি সম্বন্ধে। থাকিয়া থাকিয়া রোগক্রমণ। পাকস্থলীর বেদনায় মুর্ছা।
মুখগহ্বর : দাঁত ও মাড়ি স্পর্শকাতর। জিহ্বা ম্যাপের মত তালি তালি। তালিগুলি বসা। মুখ-ক্ষত এবং মুখে ছাল উঠার মত। জিহ্বায় জ্বালা ও ছড়িয়া যাওয়ার মত।
উদরগহ্বর : নাভির নীচে যেন একটি গোঁজ রহিয়াছে-এরুপ অনুভুতি যকৃতের উপরে বেদনা, তৎসহ যেন এখনই উদরাময় দেখা দিবে-এরুপ অনুভুতি। ডানদিকের পাঁজবার নীচে গোঁজ থাকার ন্যায় অনুভুতি, গভীর নিঃশ্বাস লইলে বৃদ্ধি।
বক্ষদেশ : ত্বকে স্পর্শকাতরতা। প্রত্যহ সন্ধ্যায় বুকের মধ্যে থেঁতলান বেদনা এবং দুর্বলতার। অসিবৎ উপস্থির পশ্চাতে ক্ষতের ন্যায় বেদনা।
চর্ম : ফুস্কুড়ি মত উদ্ভদ, উহা বড় ফোস্কায় পরিণত হওয়ার সম্ভবনা। ক্ষতকর রস নিঃসরণ, উহাতে পার্শ্ববতী স্থানে ক্ষত জন্মে।
হস্ত-পাদাদি : বিদ্ধ করার ন্যায় যন্ত্রণা। দক্ষিণ পয়ের বৃদ্ধঙ্গুষ্ঠে মাত্রা অকসম্মাৎ জ্বালাকর, খোঁচামারা বেদনা। কড়া, তাহাতে জ্বালা ও বেদনা, বিশেষতঃ যখন পা ঝুলাইয়া রাখা হয়। হাতের ও পায়ের আঙ্গুলে গ্রন্থিবাত।
মাত্রা : ১ম হইতে ৩য় শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।