র্যাক্স নং – ১১০ (রেকটাম ফিষ্টুলা)
RAX NO 110 (CalC Sulf Comp)
ক্যাটাগিরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।
প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মকোপিয়া অনুযায়ী প্রস্তুত , ইন্ডিয়া।
র্যাক্স – ১১০ ঔষধের মিশ্রণ : Calc sulf 30. Acid nit30. Cale phos 30c. Calendula 30c. Silicea 30c. Sulfer 30c
র্যাক্স – ১১০ ঔষধের লক্ষণ : এ্যানাল ফিষ্টুলা : ব্যথা, চুলকানি, জ্বালাপোড়া, রক্তে ওজিং এবং বিরক্তিকর নির্গমণ। মলদ্বারে সংক্রমণের কারণে এবং কোষ্ট কাঠিন্যের কারণে ফিষ্টুলা হয়। বসা খুবই সমস্যা, সময়মত ইহা অস্ত্রপোচার না করিলে পুনরায় দৃষ্টগোচর হয়। র্যাক্স নাং ১১০ রেকটাম ফিষ্টুলা চিকিৎসায় কার্যকারী।
র্যাক্স – ১১০ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে চার ঘন্টা পর পর সেবন করুণ। কিছু উন্নতি হলে প্রতিদিন সকাল-দুপুর ও রাতে সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে।
বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।
র্যাক্স – ১১০ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া : র্যাক্স – ১১০ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ঔষধ সেবনে আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুণ।
র্যাক্স – ১১০ ঔষধের সর্তকতা : সুগন্ধ-দুরগন্ধ থেকে দুরে,আলো বাতাস থেকে দুরে, শিতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।