বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৯১ (ঘাড়ের ব্যথা)

আরোগ্য হোমিও হল / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:২৩ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৯১ (ঘাড়ের ব্যথা)

RAX NO – 91 (Rortlcollis)

র‌্যাক্স নং- ৯১ ঔষধের  মিশ্রণ : Lachmanthes 30c. Belladonna 30c. Chamomilla 30c. Cicuta Virosa 30c Cimicifuga 30c, Nat Mur 30c.

র‌্যাক্স নং- ৯১ ঔষধের  লক্ষণ : ঘাড় মক্ত হয়ে যাওয়া, ঘাড় ঘুড়াতে গেলে নার্ভে ও ঘাড়ের হাড়ে ব্যথা, ঘাড় ও গলা একদিকে শক্ত হয়ে যায়, রাগান্বিত অতিরিক্ত শারীরিক পরিশ্রম, উচ্চ রক্তচাপ এবং ঘুম থেকে জাগার পর ঘাড়ে যন্ত্রণা হাত এবং বাহু অসাড়সহ ঘাড়ে পীড়ন। র‌্যাক্স নং ৯১ ঘাড়ের ব্যথা উপশ্রম করে।

র‌্যাক্স নং- ৯১ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন করুণ অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৯১ ঔষধ সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev