শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ৬৫ (দাঁত ব্যাথা)

আরোগ্য হোমিও হল / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৭:০৮ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬৫ (দাঁত ব্যাথা)

RAX NO – 65 (Populus Comp)

মিশ্রণ :  Plantago 30C. Chamomilla 30C. Kreosotum 30C. Spigelia 30C. Staphysagria 30C. Syzygium Arom 6C.

দাঁত ব্যথার রোগের লক্ষণ : গরম এবং ঠান্ডা থকে দাঁতের ব্যাথা, সংবেদনশীল, ব্যথাযুক্ত পোষক উৎপন্ন করে, বহনকারী দাঁত, মাড়িতে প্রদাহ, পুঁজসহ স্ফীতি এবং রক্ত ক্ষরণ উত্তেজনাকর আলগা দাঁত, বহিরাবরণের কারণে দাঁত ক্ষতিগ্রস্ত, মুখ হইতে দুর্গন্ধ আসা। র‌্যাক্স নং ৬৫ দাঁতের ব্যাথা এবং সংশ্লিষ্ঠ উপসর্গেও জন্য আশ্চর্য প্রতিষেধক।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৬৫ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev