মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬০ (থাইরয়েড হরমোন হ্রাসজনিত সমস্যা)

আরোগ্য হোমিও হল / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৬:১৩ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬০ (থাইরয়েড হরমোন হ্রাসজনিত সমস্যা)

RAX NO – 60 (IodumComp)

RAX NO – 60 মিশ্রণ : Iodium 30C. Calc Iod 30C. Calc Phos 30C. Lapis 30C. Nat Mur 30C. Pulsatila 30C.

RAX NO – 60 থাইরয়েড হরমোন হ্রাসজনিত সমস্যা : থাইরয়েড হরমোন হ্রাসজনিত সমস্যার কারণে স্বল্প খাবারে ওজন বৃদ্ধি করে, চর্ম শুস্ক এবং পেল, বিষন্নতা, দূর্বল স্মৃতি শক্তি, হতবুদ্ধি, ক্লান্তি, সহজে ঠান্ডায় আক্রান্ত, চুলের দুর্বলতা, মাসিকের বৃদ্ধির কারণে দুর্বলতা এবং রক্তল্পতা, খিঁচুনী, অভ্যাসগত গর্ভপাত এবং বন্ধ্যাত্ব। চাপ বেড়ে যাওয়া, সংবেদনশীল এবং দুর্বলতা, হঠাৎ রাগান্বিত, ভীতগ্রস্থ, অতিরিক্ত ঘাম, অকালীয় হলুদাভ চুল এবং দুর্বলতা, মাসিক স্বল্পতা। র‌্যাক্স নং – ৬০ থাইরয়েড হরমোন হ্রাসজনিত সমস্যার জন্য উৎকৃষ্ঠ ঔষধ।

RAX NO – 60 সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : RAX NO – 60 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

RAX NO – 60 সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev