র্যাক্স নং- ৫৮ (মাথা ব্যথা)
RAX NO – 58 (Gloninum Comp)
র্যাক্স নং- ৫৮ মিশ্রণ : Golnoinum 30C. Arnica 30C. Belladonna 30C. Cimicifuga 30C. Mag Phos 30C. Usnea Bar 6C.
র্যাক্স নং- ৫৮ মাথা ব্যাথা সমস্যা : দুর্বল দৃষ্টি শক্তির কারণে মাথা ব্যাথা হয়, পাকস্থলী অকার্যকর, কোষ্ঠ কাঠিন্য, অনিদ্রা, জ্বর অথবা আবহাওয়া পরিবর্তন, সকালে ঘুম থেকে ওঠার পর ঘুর্ণিরোগসহ মাথা ব্যাথা, পড়াশোনা, মাথায় ক্ষত অথবা অস্বাভাবিক রক্ত সঞ্চয়, ভীতিকর মাথা ব্যাথা যাহা পীড়ার প্রকোপ হয়, মাসিক এর সময় মাথা ব্যাথা।
র্যাক্স নং- ৫৮ সকল প্রকার মাথা ব্যথার জন্য অত্যান্ত কার্যকরী।
র্যাক্স নং- ৫৮ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্বপ্রতিক্রিয়া : র্যাক্স নং- ৫৮ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
র্যাক্স নং- ৫৮ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।