র্যাক্স নং- ৫৬ (আমাশয়)
RAX NO – 56 (Merc Cor Comp)
র্যাক্স নং- ৫৬ মিশ্রণ : Merc Cor 30C. Chaparro Amargosa 6C. Colocynthis 6C. Ipecac 30C. Kurchi 2D. Mag Phos 6C.
আমাশায়ের লক্ষণ: আমাশয় অর্থ পায়খানাসহ অন্ত্রে ব্যাথা, চটচটে আঁঠালো এবং বিরক্তিকর গরম পায়খানা, পেটের ব্যাথা, খিঁচুনী, জ্বালাপোড়া এবং শ্লেম্মা ক্ষরণ এবং হজম না হওয়া। র্যাক্স নং – ৫৬ আমাশয় প্রতিকার করে।
র্যাক্স নং- ৫৬ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্ব প্রতিক্রিয়া : র্যাক্স নং- ৫৬ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
র্যাক্স নং- ৫৬ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।