বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৫১ (হৃদশূল)

আরোগ্য হোমিও হল / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:৫০ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৫১ (হৃদশূল)

RAX NO – 51 (Cactus Comp)

র‌্যাক্স নং- ৫১ মিশ্রণ : Cactus 3D. Arnica 6C. Crataegus 1D. Mag Phos 6C. Spigelia 30C. Valeriana off 6C.

হৃদশূলের লক্ষণ : হৃদশূল অর্থ হৃদযন্ত্রের ব্যাথা, ডিসপোনিয়া, শ্বাসক্রিয়ার সমস্যা, হৃদস্পন্দন দুর্বল ও অনিয়মিত, বুকের ব্যাথাসহ হৃদযন্ত্রের গুরুত্ব যাহা বাম ঘাড়ে অর্পন করে, বাহুতে এবং কোন সময় সময় সমস্ত শরীওর বিস্তার করে, হৃদযন্ত্র জড়াইয়া ধরে, গতি থেকে অধিকতর খারাপ অথবা শ্বাসক্রিয়া, মাথা এবং পা অসাড়তার সাথে নিন্মরক্তচাপ। র‌্যাক্স নং ৫১ হৃদশূল এর জন্য উত্তম ঔষধ।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : জঅঢ ঘঙ – ৫১ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev