বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৪৯ (সুচিবায়ু/মানসিক বিকার)

আরোগ্য হোমিও হল / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১:০৮ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৪৯ (সুচিবায়ু/মানসিক বিকার)
RAX NO – 49 (Hyoscymus Comp)

র‌্যাক্স নং- ৪৯ মিশ্রণ : Hyoscymus 30C. Agaricus Mus 30C, Anacardium 30C. Coffea Cruda 30C. Nat Mur 30C. Oplum 30C.

সুচিবায়ু/মানসিক বিকারের লক্ষণ : সুচিবায়ু হয় শারীরিক কার্যক্রমের দ্বারা। ইহা প্রদশন করে অথবা চেতনাহীনতা দ্বারা, অমনোযোগী, বিষাদ রোগ, বাতুলতা, হতাশা, এ্যাভাসনেস, কলহপ্রিয়তা, অসামাজিক কার্যকলাপ এবং মনকে নিয়ন্ত্রণে রাখার অভাবের কারণে। র‌্যাক্স নং-৮৯ সুচিবায়ু এবং আহিার পরের অবস্থাকে ক্রমে হ্রাস করে।

র‌্যাক্স নং- ৪৯ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৪৯ সেবনে এখুন পর্যন্ত কোন পাশর্^প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পাশর্^প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

র‌্যাক্স নং- ৪৯ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev