বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৪২ (স্বপ্নদোষ)

আরোগ্য হোমিও হল / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৪২ (স্বপ্নদোষ)
RAX NO – 42 (Bellis Per Comp)

RAX NO – 42 মিশ্রণ : Bellix Per 3D. Acid Picric 30C. Digitalix 30C. Dioscorea 30C. Kali Brom 30C. Selenium 30C.

স্বপ্নদোষের লক্ষণ : স্বপ্নদোষ অর্থ ঘুমের মধ্যে নির্গমন হওয়া, মানসিক, শারীরিক এবং যৌন দুর্বলতা, অনিদ্রা এবং সংবেদনশীলতার কারণে, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাস দ্রুত হওয়া, পিঠে ব্যাথা, অত্যান্ত ক্লান্ত, কষ্ট পাওয়া, ক্রোধ প্রবণাতা, বদহজম এবং গ্যাস নির্গমন। র‌্যাক্স নং ৪২ স্বপ্নদোষের জন্য উত্তম প্রতিষেধক।


সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : জঅঢ ঘঙ – ৪২ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলরা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev