র্যাক্স নং- ২৫ (প্রোষ্টেট গ্লান্ডের বৃদ্ধি)
RAX NO – 25 (Sabal Serr Comp)
মিশ্রণ : Sabal Serr 1D. Chimaphila 3C. Cematis 30C. Conium 6C. Hydrastis 6C. Thuja 30C.
প্রোষ্টেট গ্লান্ডের বৃদ্ধির লক্ষণ : প্রোষ্টেট গ্লান্ড বৃদ্ধির কারণে ফোঁটা ফোঁটা পড়া, কষ্ট করে প্রস্রাব ধারণ করা, প্রস্রাবে জ্বালাপোড়ার কারণে উত্তেজনা, প্রোষ্টেট ক্যান্সার এবং প্রোষ্টেটিক স্বল্পতা। র্যাক্স নং ২৫ প্রোষ্টেটর প্রদাহ কমাতে সাহায্য করে, ইহার আকার স্বাভাবিক এবং প্রস্রাবের প্রবাহ স্বাভাবিক করে।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 25 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।