বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

র‌্যাক্স নং- ১৮ (ডান কিডনী পাথর)

আরোগ্য হোমিও হল / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ১৮ (ডান কিডনী পাথর)
RAX NO – 18 (Lycopodium Comp)

মিশ্রণ : Lycopodium 30C. Berberis Vulg 3D. Bucco 6C. Sarkanda 3D. Sarsaparila 30C.

র‌্যাক্স নং- ১৮ (ডান কিডনী পাথর ) : ডান কিডনীতে পাথর, মুত্রনালী অথবা মুত্রথলি, কিডনীতে অসহনীয় সেলাইয়ের ব্যাথা, অবস্থানগত গুরুত্ব, অনুচিসহ প্রদাহ এবং বমি। মুত্র থলিতে জ্বালাপোড়া, কালো রংয়ের প্রস্রাব, চটটটে ভাব, উত্তেজনাকর জ্বালাপোড়া এবং ফোঁটা ফোঁটা বাহিরে আসা। প্রস্রাবে অ্যালবুমিন নির্গত হয়।
র‌্যাক্স নং ১৮ ডান কিডনী, ইউটিটার অথবা মুত্র থলির পাথরের জন্য খুবই কার্যকরী একটি ঔষধ।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ১৮ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev