রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ১৬ (বিছানায় প্রশাব করা)

আরোগ্য হোমিও হল / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৪:৫৫ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ১৬ (বিছানায় প্রশাব করা)
RAX NO – 16 (Equisetum Hyemale Comp)

মিশ্রণ : Equisetum Hyemale 30C. Causticum 30C. Cina 30C. Gelsemium 30C. Kali Phos 30C. Verbasicum 6C.

র‌্যাক্স নং- ১৬ (বিছানায় প্রশাব করা) : বিছানায় প্রশাব করা অর্থ এই যে, ঘুমের মধ্যে অনিচ্ছকৃত ভাবে প্রশাব করা অথবা জেগে উঠা। ইহার কারণে মুত্রস্থলি সচল করার, পানীয় এবং কোন সময় বিরক্তিকর।
র‌্যাক্স নং ১৬ বিছনায় প্রশাব করার ক্ষেত্রে একটি উপকারী ঔষধ।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 16 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev