র্যাক্স নং -১২০
RAX NO -120
স্নায়ুশুল (Kali Carb Comp)
ক্যাটাগিরি : পাকিস্তানি কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।
প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
র্যাক্স নং -১২০ ঔষধের মিশ্রণ : Kali Carb 30C. Agnus Cast 30C. Colcynthis 30C. Gelsemium 30C. Hypericun 30C. Mag Phos 30C.
র্যাক্স নং -১২০ ঔষধের লক্ষণ : আঘাতের কারণে স্নায়ু ব্যথা হয়ে থাকে। দু:খ, অনিদ্রা, উচ্চ রক্ত চাপ, স্থায়ীভাবে বর্ধিত হওয়া শীরা, এবং শারীরিক উদ্যেগ অবসাদ, ক্লান্তি, উদ্বেগ, অবশ এবং স্নায়ু কম্পিত হওয়া, স্নায়ুশুল ব্যথা বিভিন্ন অংশে হতে পারে।
যেমন – মথা, মুখ ঘাড় পিঠে, বাহু, এবং পা। স্নায়ুশুল ব্যথার জন্য একটি অতি উৎকৃষ্ট ঔষধ।
র্যাক্স নাং – ১২০ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্ক ব্যাক্তি ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা ঔষধ একঢোক পানির সাথে মিশিয়ে প্রতি চার ঘন্টা পর পর সেবন করতে হবে। কিছু উন্নতি হলে প্রতিদিন সকাল- দুপুর-রাত্রে সেবন করতে হবে।
বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
র্যাক্স নাং – ১২০ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া : র্যাক্স নাং – ১২০ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
র্যাক্স নাং – ১২০ ঔষধের সর্তকতা : সুগন্ধ-দুরগন্ধ থেকে দুরে,আলো বাতাস থেকে দুরে, শিতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।