রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

র‌্যাক্স নং ১১৯ (কানের সমস্যা)

আরোগ্য হোমিও হল / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৭:৩৮ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ১১৯

RAX NO – 119
কানের সমস্যা ( Mullein Comp)

ক্যাটাগিরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মকোপিয়া অনুযায়ী প্রস্তুত , ইন্ডিয়া।

শিশ্রণ  : Mullein 30C. Calc Sulf 30C. Causticum 30C. Graphites 30C. Kalimur 30C. Tellurium mel 30C.

র‌্যাক্স নাং – ১১৯ ঔষধের লক্ষণ : পোড়ার কারনে কানের মধ্যে শুস্কতা এবং ব্যথা হয়। চুলকানি, পুজ অথবা রক্ত কান হইতে নির্গত হয়। কানের মধ্যে প্রদাহ হয়। আঘাতের কারণে কানের মধ্যে ব্যাথা হয়। ঠান্ডা অথবা পানি কানের মধ্যে গেলে কাশি, ঠান্ডা, গলার প্রদাহ, জ্বরের কারনে কানে না শোনা, কানের মধ্যে শব্দ, এবং বধির। RAX NO -119 সকাল প্রকার কানের সম্যায় সফল ভাবে ব্যবহার হয়।

র‌্যাক্স নাং – ১১৯ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্ক ব্যাক্তি ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা ঔষধ একঢোক পানির সাথে মিশিয়ে প্রতি চার ঘন্টা পর পর সেবন করতে হবে। কিছু উন্নতি হলে প্রতিদিন সকাল -দুপুর রাতে সেবন করুণ।

আরও পড়ুন – কেন্ট ৩৬ (কানের সমস্যায় কার্যকর)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন –মুলেন অয়েল Q (কর্ণ কিউর)

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

র‌্যাক্স নাং – ১১৯ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স নাং – ১১৯ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

র‌্যাক্স নাং – ১১৯ ঔষধের সর্তকতা : সুগন্ধ-দুরগন্ধ থেকে দুরে,আলো বাতাস থেকে দুরে, শিতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev