শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

রোবিনিয়া-Robinia

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৯:০০ অপরাহ্ন
রেডিয়াম-Radium
হোমিও বই

রোবিনিয়া (Robinia)

চলতি নাম – হরিদ্রবর্ণ ফড়িং (Yellow Locust)

ডা: উইলিয়াম বরিক।

পাকস্থলীতে অত্যাদিখ অম্ল জন্মান রোগের ঔষধ। যে সকল ক্ষেত্রে অণ্ডলালা জাতীয় খাদ্য দ্রুত পরিপাক হয় এবং শ্বেতসার জাতীয় খাদ্য সহজে পরিপাক হয় না। সুস্পষ্ট অম্ল লক্ষণসহ পাকস্থলীর উপসর্গ ইহার বিশেষ ভাবে প্রমাণিত পরিচালক লক্ষণ। রোবিনিয়ায় অম্ল লক্ষণের সহিত কপালে শিরঃপীড়া দেখা দেয়। অত্যান্ত কটু উদ্গার। কটু ও সবুজ বমন। শূলবেদনা এবং উদরস্ফীতি। রাত্রিকালে পাকস্থলীতে জ্বালা এবং প্রবল মলবেগ সত্বেও কোষ্ঠবদ্ধতা। শিশুদিগের অম্ল রোগ। মল এবং ঘর্ম অম্ল গন্ধযুক্ত। আবদ্ধ উদরবায়ু।

আরও পড়ুন – গ্যাসফ্রো সিরাপ (বদহজম, পেটফাঁপা ও পাকস্থলীর ব্যথায় কার্যকর)

মস্তক : অপ্রবল দপ দপানি, সম্মুখ-কপালে বেদনা, চলাফেরায় ও পড়িতে গেলে বৃদ্ধি। পাকাশয়িক গোলযোগহেতু শীরঃপীড়া, তৎসহ অল্ম বমন।

পাকস্থলী : অপ্রবল কামড়ানি। বমনভাব অম্ল, উদগার, প্রচুর অত্যান্ত অম্ল স্বাদযুক্ত বমন (সালফ এসিড)। পাকস্থলী ও অন্ত্রের অত্যান্ত স্ফীতি। উদরস্ফীতিজনিত শূলব্যথা (ক্যামো, ডায়োস্কো। অল্ম গন্ধযুক্ত মল শিশুর দেহ হইতে অম্ল গন্ধ নির্গত হয়।

আরও পড়ুন – বায়োলিভ (Grindelia) গ্যাস্ট্রিক ও লিভার টনিক

স্ত্রী-জননেন্দ্রিয় : কামোম্মাদ। অম্ল গন্ধ, দুর্গন্ধযুক্ত প্রদরস্রাব। দুই ঋতুর মধ্যবতীকালে প্রদরস্রাব। যোনি ও যোনিকপাটের উপর দ্রুদ রোগ।

সম্বন্ধ : ম্যাগ ফস, আর্জ নাই, ওরেক্সিন ট্যানেট (পাকস্থলীতে অম্ল জন্মান। অম্ল রসের অভাব এবং ভুক্ত দ্রব্য জীর্ণ হইতে বিলম্ব। ১৪ ঘন্টা অন্ত ১ মাত্রাা ব্যবহার্য)।

মাত্রা : ৩য় শক্তি। এই ঔষধ অবশ্যই অনেক দিন ধরিয়া ব্যবহার করিবে।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev