রিউম (Rheum)
চলিত নাম – রুবার্ব (Rhubarb)
ডা: উইলিয়াম বরিক।
শিশুদিগের অম্ল গন্ধযুক্ত উদরাময়ে সর্বদা ব্যবহৃত হয়। কষ্টকর দন্তোদ্গম। শিশুর সমগ্র দেহ হইতে অল্প গন্ধ নির্গত হয়।
মন : অধৈর্য এবং ক্রোধী, অনেক কিছুই চায় এবং কান্নাকাটি করে (সিনা)।
মস্কক : মস্তকের চুলযুক্ত স্থানে ঘর্ম, ঘর্ম প্রচুর ও সদাস্থায়ী। মুখমণ্ডলের উপর শীতল ঘর্ম, বিশেথঃ মুখ ও নাকের চারিদিকে।
মুখগহ্বর : প্রচুর লালাস্রাব। দাঁতে ঠাণ্ডা বোধ করে। কষ্টকর দন্তোদ্গম, অস্থিরতা ও উত্তেজনা। নিঃশ্বাসে অম্ল গন্ধ (ক্যামো)।
পাকস্থলী : বহু প্রকার খাদ্যে স্পৃহা, কিন্ত অল্পক্ষণের মধ্যেই তাহাতে বিরক্তি। উদরগহ্বরে দপ্ দপ্ করে। মনে হয় উদরটি পুর্ণ।
উদরগহ্বর : নাভির চারিদিকে শূলবেদনা। অনাবৃত হইলে শূলবেদনা মনে হয় উদর-বায়ু বক্ষেদেশ পর্যন্ত ঠেলিয়া উঠিতেছে।
সরলান্ত্র : মলত্যাগের পুর্বে নিম্ফল মুত্রবেগ। মল অম্ল গন্ধযুক্ত আঠার মত তৎসহ কম্পন ও কোঁথানি এবং গুহ্যদ্বারে জ্বালা। দন্তোদ্গমকালে অম্ল গন্ধযুক্ত উদরাময়। মল পরিবর্তিত হইয়া ঈষৎ কাদার মত শুস্ক হইলেও শূলবেদনা এবং নিম্ফল কোাঁথানি।
উপচয়, উপশম : বৃদ্ধি – অনাবৃত হইলে, আহারের পর, ঘোরাফেরা করিলে।
সম্বন্ধ : তুলনীয় – ম্যাগ ফস, হিপার, পডো, ক্যামো, ইপিকাক।
দোষঘ্ন : ক্যাম্ফার, ক্যামো।
অনুপুরক : ম্যাগ কার্ব।
মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।