রাস ভেনেনটা (Rhus Venenata)
চলতি নাম – পয়জন এন্ডার (Poison-elder)
ডা: উইলিয়াম বরিক।
রাস পর্যায়ের সকল ঔষধের মধ্যে রাস ভেনেনাটার চর্মলক্ষণ সর্বাপেক্ষা ভয়ানক।
মন : অত্যান্ত বিষাদ, বাঁচিয়া থাকিবার ইচ্ছা থাকে না, হতাশ।
মস্তক : ভারি, কপালের উপর শিরঃপীড়া, বেড়াইলে অথবা মাথা অবনত করিলে বৃদ্ধি। অত্যাধিক স্ফীততায় চক্ষদ্বয় প্রায় অবরুদ্ধ। ফোস্কার কর্ণ-প্রদাহ। নাসিকা লাল ও চকচকে। মুখমণ্ডল স্ফীত।
জিহ্বা : জিহ্বাগ্র লালবর্ণ, মধ্যভাগ ফাটা ফাটা, নিন্মদিকে ফুস্কুড়ি।
উদরগহ্বর : ভোর ৪টা সময় শূলবৎ বেদনাসহ প্রচুর জলবৎ সাদা দন্ত, মল বেগে নির্গত হয়। প্রত্যেকবার মলত্যাগের পূর্বে উদরোর্ধ্বপ্রদেশে বেদনা।
হস্ত-পদাদি : দক্ষিণ বাহু, বিশেষতঃ দক্ষিণ মবিন্ধে পক্ষাঘাতের ন্যায় টানিয়া ধরে এবং আঙ্গুলগুলি ছড়াইয়া যায়।
চর্ম : চুলকানি, গরম জলে উপশম। ফোস্কা, ইরিসিপ্লাস, চর্ম গাঢ় লালবর্ণ। গ্রন্থিস্থানে চর্মরোগ, রাত্রিকালে চুলকানি এবং দীর্ঘাস্থিতে বেদনা।
সম্বন্ধ : দোষঘ্ন- ক্লিমেটিস। ক্যালিফণিয়া পয়জন ওক (রাস ডাইভাসি-লোবা) ইহার সমগুণ ঔষধ। ইহা রেডিয়ামের বিষ নাশক এবং রেডিয়ামের পর ভাল কাজ করে।
তুলনীয় – এ্যানাকাডিয়াম।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।