মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

রাস এরোমেটিকা-Rhus Aromatica

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
ম্যাঙ্গেনাম এসেটিকাম-Manganum Aceticum
হোমিও বই

রাস এরোমেটিকা (Rhus Aromatica)

চলতি নাম – ফ্রাগ্র্যান্ট সুমাক (Fragrant Sumach)

ডা: উইলিয়াম বরিক।

বৃক্কক ও মুত্রযন্ত্র সম্বন্ধীয় রোগ, বিশেষতঃ বহুমুত্র। মুত্রাশয়ী পেশীর দুর্বলতা হেতু অসাড়ে মুত্রস্রাব। বৃদ্ধগণের অনিচ্ছায় মুত্রস্রাব। মহুমুত্র এবং মুত্রাশয়-প্রদাহ রোগও এই ঔষধের অধিকারে আসে।

আরও পড়ুন – ইউরেনিয়াম নাইট ৩X (বহুমুত্র রোগে কার্যকরী)

মুত্রযন্ত্র : মুত্র ঘোলাটে, এলবুমেনযুক্ত। অনিচ্ছায় মুত্রপাত। মুত্রপাতের পুর্বে এবং আরন্তকাল প্রবল বেদনা, উহাতে বালকবালিকাগণ কাতর হইয়া পড়ে। অবিরত মুত্রপাত। বহুমুত্র প্রচুর মুত্রস্রাব, ঐ মুত্রের আপেক্ষিক গুরুত্ব অল্প (ফস এসিড, এসেটিক এসিড)।

মাত্রা : মুল অরিষ্ট, স্থল মাত্রায় দিলেই ভাল হয়।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev