মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

রডোডেন্ড্রন-Rhododendron

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
ম্যাঙ্গেনাম এসেটিকাম-Manganum Aceticum
হোমিও বই

রডোডেন্ড্রন (Rhododendron)

চলতি নাম – স্লো-রোজ (Snow-rose)

ডা: উইলিয়াম বরিক।

বাত ও গেঁটেবাতের লক্ষণগুলি সুস্পষ্ট। গ্রীস্মকালে বাত রোগ। হ্রাস-বৃদ্ধি (ঝড়ের পুর্বে বৃদ্ধি) একটি পরিচালক লক্ষণ।

মন : ঝড়ের ভয়, বিশেষতঃ রজ পতলের ভয়। বিস্মরণশীল প্রকৃতি।

মস্কক : শঙ্খাস্থিস্থানে বেদনা। অস্থিসমুহে জিঁড়িয়া ফেলার ন্যায় ব্যথা। শিরঃপীড়া, বৃদ্ধি –  মদ্য পানে, ঝড়ে, ঠাণ্ডা ও আর্দ্র আবহাওয়ায়। ঝড়ের পূর্বে চক্ষুতে বেদনা। অক্ষিপুটের স্নায়ুশূল, উহাতে চক্ষুগোলক, চক্ষুকোটর এবং মস্কক পর্যন্ত আক্রান্ত হয়। চক্ষু ব্যবহারকালে উত্তাপ বোধ।

বায়ো কম্বিনেশন ২৫

চক্ষু : পেশীর দুর্বলতাহেতু দৃষ্টির ক্ষীণতা। মস্কক হইতে চক্ষুতে তীরের মত বেদনা, ঝড়ের পূর্বে বৃদ্ধি।

কর্ণ : কানে কম শুনে, তৎসহ কানের মধ্যে সাঁই সাঁই, ঢং ঢং শব্দ। প্রাকঃকালে ভাল শুনে, শয্যাত্যাগের কয়েক ঘন্টা পরে কর্ণনাদ দেখ াদেয়।

মুখমণ্ডল : মুখমণ্ডলীর স্নায়ুশূল, প্রবল ঝাঁকি দেওয়ার ন্যায় বেদনা, উহাতে দাঁতের স্নায়ুগুলি পর্যন্ত আক্রান্ত হয়, বেদনা শঙ্খদেশ হইতে নিন্ম চোয়াল ও চিবুক পর্যন্ত বিস্তৃ হয়, উত্তাপে এবং আহারে উপশম। স্যাঁৎসেতে আবহাওয়ায় ও ঝড়ের পূর্বে দন্তশূল। মাড়ি স্ফীত। দাঁতের গোড়া আলগা।

আরও পড়ুন –  শিশুর মুখমণ্ডলে ঘা

বক্ষদেশ : ফসফুস আবরকে প্রবল বেদনা, উহা বাম বক্ষের অভ্যন্তর পর্যন্ত বিস্তৃত হয়। ফুসফুস আবরকে প্রবল বেদনার জন্য শ্বাসরুদ্ধ ও বাকশক্তিহীন হইয়া পড়ে। জোরে হাঁটিলে প্লীহাতে সুচীবিদ্ধবৎ ব্যথা। পাঁজরের নীচে খিলধরা বেদনা।

পুং-জননেন্দ্রিয় : অণ্ডকোষ, বিমেষতঃ বাম অণ্ড স্ফীত বেদনান্বিত, উপরদিকে আকৃষ্ট। অণ্ডকোষ-প্রদাহ, মনে হয় যেন, বীচি থেৎলাইয়া গিয়াছে। গণোরিয়ার পরবর্তী অণ্ডকোষের দৃঢ়তা, ও স্ফীতি। কোরও রোগ (সাইলি)।

হস্ত-পদাদি : সন্ধিগুলি স্ফীতি। পদের বৃদ্ধঙ্গুলিতে সন্ধিবাতজ বেদনা। সকল অঙ্গ-প্রত্যাঙ্গ ছিড়িয়া ফেলার ন্যায় বাতজ বেদনা, বিশেষতঃ দক্ষিণদিকে, বৃদ্ধি- বিশ্রামে এবং ঝড়-বৃষ্টির সময়। ঘাড়ের আড়ষ্টতা। স্কন্ধ বাহু এবং কব্জিতে বেদনা। বিশ্রামকালে বৃদ্ধি। অস্থি স্থানে স্থানে বেদনা, ঐ বেদনা আবহাওয়ার পরিবর্তনে ফিরিয়া আসে। পায়ে পা না দিয়া ঘুমাইতে পারে না।

আরও পড়ুন –  কেন্ট ১৫ (বাত রোগে কার্যকর)

উপচয়, উপশম : বৃদ্ধি – ঝড়ের পূর্বে। ঝড়-বৃষ্টির সময়, এবং শেষ রাত্রে সব লক্ষণেই পুনরাবির্ভাব ঘটে।

উপশম : ঝড়ের অবসানে, উত্তাপে ও আহারে।

সম্বন্ধ : তুলনীয় – এম্পিলোপ্সিস (কোরণ্ড ও বৃক্কক সংক্রান্ত শোথ)। ডালকা, রাস নেট্রাম সালফ।

মাত্রা : ১ম হইতে ৬ষ্ঠ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev