বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

রজঃরোধ ও সে-কারণে পীড়া

আরোগ্য হোমিও হল / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

রজঃরোধ ও সে-কারণে পীড়া

হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা ) ও

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

 

রজঃরোধ ও সে-কারণে পীড়া

(১) সমস্যা : ঋতুর পরিবর্তে শ্বেতপ্রদর, যোনি হেজে যায়।

সমাধান : আর্সেনিক-অ্যালবাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(২) সমস্যা : রজঃস্রাব সম্পূর্ণ বন্ধ, রক্তহীনতা থাকে।

সমাধান : ফেরম-মিউর ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(৩) সমস্যা : ঋতু বন্ধ হয়ে রক্তবমি।

সমাধান :  মিলিকোলিয়াম ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

বায়ো কম্বিনেশন ২৫

(৪) সমস্যা : ঋতু একেবারে বন্ধ কিম্বা মাত্র এক-আধদিন স্থায়ী হয়।

সমাধান : এমিল-নাইট্রেট ৬ বা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(৬) সমস্যা : রজঃ রোধ, ঋতু প্রকাশের আগে ওভেরিতে বেদনা হয়।

সমাধান : জনোসিয়া-অশোকা ৪ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(৭) ঋতুস্রাব ২/৪ মাস বন্ধ থাকে— পরে একবার প্রকাশিত হয়।

সমাধান : জ্যাংজাইলম ৬ বা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৮) সমস্যা : রজঃ সম্পূর্ণ বন্ধ কিম্বা বিলম্বে প্রকাশিত হয়।

সমাধান : ক্যালি-মিউর ২০০ (প্রত্যহ রাত্রে সেব্য)।

আরও পড়ুন –  কিশোরীর অনিয়মিত মাসিক হলে এটা কী সমস্যা

(৯) সমস্যা : ঋতু সম্পূর্ণ বন্ধ, রোগিনী কালকেরিয়া ধাতুর।

সমাধান : ক্যালিকেরিয়া-কার্ব ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১০) সমস্যা : ঋতু ঠিকমতো হয় না—অনিয়মিত, সেজন্য মৃগী রোগ।

সমাধান : আর্টিমিসিয়া ২০০ (প্রত্যহ রাত্রে সেব্য)।

(১১) সমস্যা : ঋতু বন্ধ হয়ে কাশি, কাশির সঙ্গে রক্ত ওঠে।

সমাধান : সিনিমিও ৩০ বা ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১২) রজঃ রুদ্ধ হয়ে পড়ে।

সমাধান : ন্যাট্রম-মিউর ৩০ বা ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৩) ঋতু সম্পূর্ণ বন্ধ, পেট ফোলে।

সমাধান :  ক্যাষ্টোরিয়ম ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ।

আরও পড়ুন –  অনিয়মিত মাসিকের হওয়ার পাঁচটি কারণ

(১৪) রজঃ রোধ, অথবা নির্দিষ্ট সময়ে ঋতু প্রকাশ পায় না।

সমাধান : গ্র্যাফাইটিস ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ।

(১৫) সমস্যা : রজঃরোধ, ২/৩ মাস অন্তর ঝতু প্রকাশ পায়।

সমাধান : এবিস-নায়গ্রা ২00 (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৬) রজঃরোধ, মাঝে মাঝে প্রকাশিত হয়।

সমাধান : ফেরম-মেট ৩০ বা ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন –  অনিয়মিত ঋতুস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

(১৭) সমস্যা : ঋতু সম্পূর্ণ বন্ধ, নাক-মুখ দিয়ে স্রাব।

সমাধান : ফসফরাস ৬ বা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৮) ঋতুস্রাবের পরিবর্তে রজস্রাব।

সমাধান : সিকেলি-কর Q (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(১৯) রজঃবন্ধ হেতু রক্তস্রাব।

সমাধান : হ্যামামেলিস ২০০ (প্রত্যহ সকালে খালিপেটে সেব্য)।

(২০) রজঃরোজ হেতু শিরঃপীড়া।

সমাধান : গ্রোনয়িন ৬ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev