হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা
ডা: জে. এন. পাত্র
ডি. এম. এস (কলকাতা ) ও
ডা: আর. এন. চন্দ্র
এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।
(১) সমস্যা : মোটাসোটা গোলগাল চেহারা কিন্তু রক্তহীন।
সমাধান : গ্র্যাফাইটিস (দিনে ৩ বার সেব্য)
(২) সমস্যা : রক্তহীন, অনিয়মিত ঋতু— মাথা ঘোরে।
সমাধান : সাইক্ল্যামেন (দিনে ৩ বার সেব্য)
(৩) সমস্যা : অধিক দিন পীড়া ভোগের পর রক্তশূন্যতা।
সমাধান : লেসিথিন (দিনে ৩ বার সেব্য।
(৪) সমস্যা : ব্লাড প্রেসার অধিক।
সমাধান : আগটিন (দিনে ৩ বার সেব্য)।
(৫) সমস্যা : ব্লাড-প্রেসার কম।
সমাধান : একোনাইট (দিনে ৩ বার সেব্য)।
(৬) সমস্যা : ব্লাড-প্রেসার বৃদ্ধি পায়
সমাধান : এড্রিনালিন (দিনে ৩ বার সেব্য)।
(৭) সমস্যা : ব্লাড-প্রেসার বৃদ্ধি পায়, নাড়ীর দ্রুত স্পন্দন।
সমাধান : লাইকোপাস (দিনে ৩ বার সেব্য)
(৮) সমস্যা : রক্তহীন, চোখের পাতা ফোলা— মলিন মুখ।
সমাধান : গ্র্যাফাইটিস (দিনে ২ বার সেব্য)
(৯) সমস্যা : রক্তহীন, সব কাজেই অনিচ্ছা।
সমাধান : পালসেটিলা (দিনে ২ বার সেব্য)।
(১০) সমস্যা : শরীরের তেজস্কর পদার্থের ক্ষয়- হেতু রক্তহীন।
সমাধান : ন্যাট্রম-মিউর (দিনে ৩ বার সেব্য)।
(১১) সমস্যা : ঠান্ডা বা গরম জনিত মস্তিষ্কে রক্তাধিক্য।
সমাধান : গ্লোনয়িন (দিনে ২ বার সেব্য)
(১২) সমস্যা : উদরাময়, কাশি প্রভৃতি পীড়া হেতু রক্তহীন।
সমাধান : এসেটিক এসিড (দিনে ২ বার সেব্য)।
(১৩) সমস্যা : শরীরের সকল যন্ত্রে রক্তাধিক্য— রক্তস্রাব হলে উপশম।
সমাধান : মেলিলোটাস (দিনে ২ বার সেব্য)।
(১৪) সমস্যা : দেখতে বেশ মোটাসোটা কিন্তু রক্তহীন।
সমাধান : ফেরম-মেট (দিনে ৩/৪ বার সেব্য)।
(১৫) সমস্যা : মস্তিষ্কের শিরায় রক্তাধিক্য—অঙ্গ- প্রত্যঙ্গ নীল দেখায়।
সমাধান : বেঞ্জিন-নাইট্রিকাম (দিনে ৩ বার সেব্য)।
(১৬) সমস্যা : রক্তহীন, মুখ-চোখ ফোলা।
সমাধান : ক্যালি-কার্ব (দিনে ৩ বার সেব্য)।
(১৭) সমস্যা : মাথা-মুখে রক্তাধিক্য, মুখ-চোখ লালবর্ণ।
সমাধান : বেলেডোনা (দিনে ৩ বার সেব্য)
(১৮) ঋতুস্রাব জনিত রক্তহীনতা।
সমাধান : ম্যাঙ্গেনাম (দিনে ২ বার সেব্য)
বি. দ্র. : এখানে ওষুধের কোনো শক্তির উল্লেখ করা হলো না। পীড়ার অবস্থা বুঝে ওষুধের শক্তি নিরূপণ করতে হবে। এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।