রওগন সুর্খ–Rogan Surkh ব্যথানাশক ও প্রদাহ নিবারক ঔষধ।
ক্যাটাগরি : বাত- বেদনা ,গাউড ও পক্ষাঘাত নিরাময়কারক (ইউনানী ঔষধ)।
ঔষধের বিবরণ দেখুন
রওগন সুর্খ (Rogan Surkh)
কার্যকারিতা : সন্ধি বেদনা, গেঁটে বাত, কটি বাত, সায়াটিকা, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদিতে কার্যকর।
ব্যথানাশক ও প্রদাহ নিবারক
প্রস্তুত প্রণালী : রওগন সুর্খ (Rogan Surkh) ঔষধটি বিভিন্ন মূল্যবান ওষুধি উদ্ভিদের অনন্য সমন্বয়ে প্রস্তুত ইউনানী ওষুধ।
ঔষধের বর্ণনা : রওগন সুর্খ (Rogan Surkh) ঔষধটি প্রদাহ, সন্ধি বেদনা, সায়াটিকা, কটি বাত ও গেঁটে বাত রোগে অত্যান্ত কার্যকরী। এতে ব্যবহৃত মনজিষ্ঠা প্রদাহ, ক্ষত, ব্যথা, প্যারালাইসিস ও বাতব্যথা নিরাময়ে সুফলদায়ক। কটফল স্নায়বিক শক্তিবর্ধক এবং ব্যথা নিবারক হিসেবে কাজ করে। লবঙ্গ স্নায়বিক শক্তিবর্ধক হিসাবে করাজ করে।
উপাদান : প্রতি ৫ মিলি তেলে আছে-
(1) Rubia cordifolia (মনজিষ্ঠা) ৩.৩৩ গ্রাম।
(2) Myrica nagi (কটফল) ১.৩৩ গ্রাম।
(3) Usnea longissima (শৈলজ) ১.৩৩ গ্রাম।
(4) Cyperus rotundus (নাগর মুথা) ১.৩৩ গ্রাম।
(5) Acorus calamus (সাদা বচ) ১.৩৩ গ্রাম।
(6) Zingiber yerumbet (একাঙ্গি) ১.৩৩ গ্রাম।
(7) Seasame oil (তিল তেল) ২ মিলি।
(8) Mustard oil (সরিষা তেল) ২ মিলি এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।
ঔষধ ব্যবহার বিধি : আপনার প্রয়োজনমত ব্যথার স্থানে বাহ্যিকভাবে লাগিয়ে গরম সেক দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুণ।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় ব্যবহারে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন। এটি চোখের ভিতর দিবেন না।
ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : প্লাষ্টিক ড্রপারে রয়েছে ১০ মিলি তেল।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।