বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

যন্ত্রণাদায়ক মাসিক বা ঋতুস্রাবের ব্যথায় হোমিওপ্যাথিক ঔষধ

আরোগ্য হোমিও হল / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন
যন্ত্রণাদায়ক মাসিক বা ঋতুস্রাবের ব্যথায় হোমিওপ্যাথিক ঔষধ

যন্ত্রণাদায়ক মাসিকের ব্যথায় হোমিওপ্যাথি ঔষধ

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো মেয়েদের যন্ত্রণাদায়ক মাসিকের ব্যথার হোমিওপ্যাথি ঔষধ তা নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

যন্ত্রণাদায়ক মাসিক বা পিরিয়ডের ব্যথার হোমিওপ্যাথিক চিকিৎসা (Menstrual pain) বা ডিসমেনোরিয়া চিকিৎসায় (Dysmenorrhea treatment) হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অত্যান্ত কার্যকর ভাবে সারা বিশ্বে ব্যাপক ভাবে ব্যবহারিত হচ্ছে । হোমিওপ্যাথি চিকিৎসায় মহিলাদের এই যন্ত্রণাদায়ক মাসিকের সমস্যাটি স্থায়ী ভাবে নিরাময় করা সম্ভব।

ঔষধ সম্পর্কে আরও পড়ুন –  কেন্ট ৪৫ (বাধক বেদনায় কার্যকর) 

এক্ষেত্রে রোগীর জরায়ুর যাবতীয় সমস্যা, জীবাণু সংক্রমণ জনিত হোক বা জরায়ুর টিউমার অথবা গঠনগত পরিবর্তনের কারণে হোক না কেনো সঠিক কারণ নির্ণয় করে সমলক্ষণ মতে চিকিৎসা রোগী যাবতীয় কষ্টদায়ক লক্ষণ সমূহ তার মূলগত কারণসহ নিরাময় করা সম্ভব। রোগীর অনিয়মিত মাসিক বা মাসিক চলাকালীন সময় ব্যথা বেদনা সমূহ ধীরে ধীরে কমে আসে ও একটা নির্দিষ্ট সময় পরে সে রোগী সম্পূর্ণ সুস্থ বোধ করে স্বাভাবিক জীবন উপভোগ করে।

Dysmenorrhea treatment অথবা মাসিকের ব্যথার হোমিওপ্যাথিক চিকিৎসায় সেরা ওষুধ :

একটিয়া রেসিমোসো (Actaea Recemosa) / সিমিসিফিউগা (Actaea Recemosa) : একটিয়ার বেদনাদায়ক পেশীর ক্র্যাম্পের চিকিৎসার ক্ষেত্রে সিমিসিফুগা খুবই কার্যকর। বেদনা কোমরে থাকে এবং কুঁচকির ভিতর দিয়ে উরুদেশে যায়। যকক্ষণ স্রাব থাকে, ততক্ষণ ভয়ানক যন্ত্রনা করে। ব্যথার পাশাপাশি, এটি মাসিকের অস্বস্তির ফলে নার্ভাসনেসের চিকিৎসায়ও সাহায্য করে। ঋতুর সময় বাম ডিম্বাধারে বেদনা এবং বেদনা বাম স্তন পর্যন্ত যায় এবং নীচে বাম উরু পর্যন্ত আসে। স্রাব যত বেশি হয় যন্ত্রনাও ততো বাড়ে। ঋতুস্রাব পরিমাণে প্রচুর, দুর্গন্ধময়, তাহার সাথে পিঠে ব্যথা। সব সময় অনিয়মিত ঋতুস্রাব, কখনও পূর্বে আবার কখনও বিলম্বে, কখনও ঋতু সময়ে হয়। মহিলারা মাথাব্যথা, পাছায় ও উরুতে ভারবোধ। এছাড়াও জরায়ুর স্থানচ্যুতি, জরায়ু প্রদেশে সুঁচ ফোটানোর ন্যায় বেদনা করে ঐ বেদনা তলপেটের এক পার্শ্ব হইতে অন্য পার্শ্ব পর্যন্ত যায় ও মনে হয় যেন পেটের ভিতর হইতে সমস্ত পদার্থ যোনিপথ দিয়া বাহিরে আসেতেছে। কোমরে বেদনা।

ঔষধ সম্পর্কে আরও পড়ুন –  এন – ১০ (অনিয়মিত সাসিকের ড্রপস)

বেলাডোনা (Belladona) : বেলাডোনা স্নায়ুতন্ত্রের উপর বেশি কাজ করে হঠাৎ তীব্র পেটের ক্র্যাম্প এবং কনজেস্টেড ডিসমেনোরিয়ার চিকিৎসার জন্য ব্যবহার হয়। যদি আপনার পিরিয়ডের রক্ত উজ্জ্বল লাল হয় এবং উচ্চ হারে প্রবাহিত হয়, তাহলে বেলাডোনা ঔষধ আপনার সমস্যার সমাধান হতে পারে। বেলাডোনার অন্যান্য সম্পর্কিত উপসর্গগুলি হল লাল, ফ্লাশ করা ত্বক এবং তাপমাত্রা বৃদ্ধির চিকিৎসায় সাহায্য করতে পারে।

ককুলাস ইন্ডিকা (Coculus Indica) : বাধক বেদনা তৎসহ প্রচুর ঋতুস্রাব। বাধক বেদনার সহিত কোমরে অত্যন্ত বেদনা। রোগিনী মনে করে যেন কোমরে আদৌ বল শক্তি নাই। মনে হয় কোমর আড়ষ্ট হইয়া আছে। রোগী দুর্বল চলিতে গেলে হাত পা কাঁপে। বুক, মাথা ও পেটে বোধ হয় খালি বোধ যেন কিছুই নাই। ঋতুস্রাব অধিক পরিমানে নির্গত হয়, অনেক দিনে স্থায়ী হয়। ঢেকুর উঠিলে পেট বেদনা ও ফোলা সামান্য কমে।

ক্যামোমিলা (Chamomilla) : ক্যামোমিলার ব্যথার অনুভূতিটা রোগীর কাছে অসহ্য মনে হয়। বেদনায় রোগিণীকে পাগল করে তুলে। ঋতুস্রাবের প্রারম্ভে ও সময়ে, আক্রান্ত অঙ্গের সঞ্চালনে, স্পর্শে ও রাগে বাড়ে, এতে রোগী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সে ব্যথা সহ্য করতে পারছেনা বলে প্রকাশ করে। এটি জমাট বাঁধতেও সাহায্য করে।

ঔষধ সম্পর্কে আরও পড়ুন –  র‌্যাক্স নং- ১১ (কষ্টকর ঋতুস্রাব)

কলোফাইলাম (Caulophylum) : কলোফাইলামের রোগীন বেদনা সবিরাম ও আক্ষেপিক (ংঢ়ধংসড়ফরপ)। বেদনায় রোগিণী চিৎকার করে।
জরায়ু পীড়াগ্রস্তদের রোগী ও জৈব উত্তাপের অভাব। জরায়ুতে রক্তসঞ্চয়ের অনুভূতি। রাত ১টায়, ঋতুস্রাবের সময়ে, মাসিক অবরুদ্ধে,ঋতুস্রাবের গোলযোগ অথবা গর্ভপাত প্রবণতার যুগপৎ সম্মিলন।

ম্যাগ্নেসিয়া ফসফরিকাম (Magnesia Phosphoricum) : ম্যাগ্নেসিয়া ফসফরিকামের যন্ত্রণাদায়ক মাসিকের (Painful periods) ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রত্যেক মহিলার মাসিকের সময় বিভিন্ন ধরণের ব্যথা থাকে। আপনি যে ব্যথা অনুভব করেন তা যদি তাপ প্যাক এবং চাপ প্রয়োগের দ্বারা প্রশমিত হয় তবে যেকোন ধরণের নড়াচড়ার কারণে এটি আরও বেড়ে যায়, আপনি ম্যাগনেসিয়াম ফসফোরিকাম দিয়ে এটি চিকিৎসা করতে পারেন। এটি পিরিয়ডের ব্যথার জন্যও কার্যকর যা রাতে এবং ঋতুর প্রথম দিকে বৃদ্ধি পায়। এছাড়াও ঋতুস্রাবের পূর্বে গলবেদনা, উদরে প্রসববেদনার ন্যায় বেদনা। স্রাব কেবলমাত্র রাত্রিকালে বা শয়নকালে; চলিতে আরম্ভ করিলেই স্রাব বন্ধ হইয়া যায় স্রাব ক্ষতকর, কালবর্ণ, পিচের ন্যায় কাল, ধুইয়া উহার দাগ উঠান কষ্টকর হয়। ম্যাগ্নেসিয়া ফসের বেদনা তলপেটে গরম ছেঁক দিলে উপশম হয়।

ঔষধ সম্পর্কে আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৭১ (রক্তস্রাব)

প্ল্যাটিনাম (Platinum) : জরায়ু হতে রক্তস্রাব, প্রচুর ঋতু স্রাব, অতিরিক্ত অনুভূতি, ডিম্বাশয়ের প্রদাহ। হিষ্টিরিয়া রোগে উপকারী।

পালসেটিলা (Pulsatilla) : উইন্ডফ্লাওয়ার থেকে তৈরি, এটি হোমিওপ্যাথিক ওষুধের প্রাচীনতম রূপগুলির মধ্যে একটি পালসেটিলা । সংবেদনশীল মহিলাদের জন্য উপযুক্ত এবং অনিয়মিত এবং বেদনাদায়ক উভয় মাসিকের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। এটি অতিরিক্ত সংবেদনশীলতা এবং মেজাজ পরিবর্তন মোকাবেলা করতে সাহায্য করে। পিরিয়ডের মধ্যে পালসেটিলা নেওয়া সবচেয়ে উপকারী।

ঔষধ সম্পর্কে আরও পড়ুন –  ম্যাগনেশিয়া ফসফোরিকাম

নাক্স ভমিকা (Nux Vomica) : নাক্স ভমিকা ঔষধটি একটি উদ্ভিদের বীজ থেকে তৈরি করা হয়েছে। এটি ডায়রিয়া সহ মাসিকের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। নাক্স ভমিকা রোগী অনিয়মিত এবং দীর্ঘস্থায়ী মাসিকের চিকিৎসায়ও ব্যবহার করাহয়। এটি পেটের ক্র্যাম্প এবং বুকজ্বালা কমাতেও সাহায্য করে।

নাক্স ভমিকার ব্যবহাররে সর্তকতা-আদর্শভাবে কম ক্ষমতার ডোজে ব্যবহার করা উচিত কারণ এটি নিয়মিত উচ্চ ক্ষমতার ডোজ গ্রহণ করলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

ভাইবার্নাম অপুলাস (Viburnum Opulus) : জরায়ুর যন্ত্রণাদায়ক রোগে নিঃসন্দেহে এটি একটি অত্যান্ত মূল্যবান ওষুধ। ডিসমেনোরিয়া অথবা যন্ত্রণাদায়ক মাসিকের ব্যথায় এর ৩০ শক্তি অথবা মাদার টিংচার পর্যন্ত ব্যবহৃত হয়। তবে এ ঔষধটি স্নায়ুশূল প্রকৃতির মাসিকের ব্যথায় সবচেয়ে বেশি কার্যকরী। এর বেদনা পিঠে আরম্ভ হয়ে কোমরের চারদিকে ও জরায়ুতে যায় এবং সেখানে ক্র্যাম্প বা আক্ষেপের পরিসমাপ্ত হয়। এটাই ভাইবার্নাম এর প্রধান লক্ষণ।

আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

আরোগ্য হোমিও হল এডমিন : এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev